নৌকার পক্ষে মাঠে নেমেছেন যৌনকর্মীরা!

, নির্বাচন

সোহেল মিয়া, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজবাড়ী | 2023-12-24 19:47:13

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে প্রচার-প্রচারণায় মাঠে নেমেছে রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া বাজার পূর্বপাড়ার কয়েক শত যৌনকর্মী। মাঠে নেমে নৌকার পক্ষে সরাসরি ভোট চাচ্ছেন তারা। প্রতিদিন এ সকল যৌনকর্মীরা রাজবাড়ী-১ আসনের (সদর-গোয়ালন্দ) আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ কাজী কেরামত আলীর পক্ষে ভোট চাচ্ছেন সবার কাছে।

যৌনকর্মীদের অধিকার রক্ষায় কাজ করা ‘অসহায় নারী ঐক্য সংগঠন’ নামে একটি সংগঠন এর নেতৃত্বে রয়েছেন। যৌনপল্লীর কর্মীরা নৌকার পক্ষে ভোট প্রার্থনা করছেন জানিয়ে বিষয়টি বার্তা২৪.কমকে নিশ্চিত করেছেন সংগঠনটির সভানেত্রী ঝুমুর বেগম।

তিনি জানান, যৌনপল্লীর সকলে একসাথে নৌকার পক্ষে কাজ করছেন। নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে তারা প্রতিদিন রাজবাড়ী-১ আসনের নৌকার প্রার্থী আলহাজ কাজী কেরামত আলীর পক্ষে সাধারণ ভোটারদের কাছে গিয়ে ভোট প্রার্থনা করছেন। সেই সাথে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরছেন ভোটারদের কাছে।

নৌকার পক্ষে ভোট চাচ্ছেন যৌন কর্মীরা।

কেন নৌকার পক্ষে মাঠে নেমেছেন? এমন প্রশ্ন করলে অসহায় নারী ঐক্য সংগঠনের সভানেত্রী ঝুমুর বেগমসহ একাধিক যৌনকর্মী বলেন, এমন এক সময় ছিল আমাদের কোন ভোটের অধিকার ছিল না। সমাজে আমাদের কোন পরিচয় ছিল না। পল্লীর মধ্যে আমরা অনিরাপত্তায় ছিলাম। কিন্তু আওয়ামী লীগ সরকার আমাদের নিরাপত্তার ব্যবস্থা করেছে। ভোটের অধিকার নিশ্চিত করেছে। আমাদের জাতীয় পরিচয় পত্র করে দিয়েছে। এর থেকে আমাদের আর কি চাওয়ার আছে।

এখন সমাজে আমাদের একটা স্বীকৃতি মেলেছে। প্রতিটি ঈদে আমাদের যৌনপল্লীর বাসিন্দাদের জন্য সরকার বিশেষ বরাদ্ধ দেয়। এ সকল দায়বদ্ধতার জায়গা থেকেই আমরা সবাই নৌকার পক্ষে মাঠে নেমেছি। সাড়াও পাচ্ছি ব্যাপক। ইনশাআল্লাহ্ ৭ জানুয়ারির নির্বাচনে নৌকা বিপুল ভোটে জয়ী হবে। এখন শুধু সময়ের অপেক্ষা।

এ সময় তারা আরও বলেন, শেখ হাসিনার সরকার মানেই উন্নয়নের সরকার। শেখ হাসিনার সরকার মানেই নির্যাতিত অসহায় মানুষের আস্থার সরকার। তাই শেখ হাসিনার সরকারকে পুনরায় ক্ষমতায় আনতে যৌনকর্মীরা ৭ জানুয়ারি পর্যন্ত মাঠে থাকবে।

যৌনকর্মীদের নৌকার পক্ষে মিছিল ও ভোট চাওয়া প্রসঙ্গে রাজবাড়ী-১ আসনের নৌকা মনোনীত প্রার্থী কাজী কেরামত আলী বলেন, সাধারণ মানুষ আমার জয়ের লক্ষ্যে কাজ করছেন। আমার জেনে ভালো লাগছে দৌলতদিয়া বাজার পূর্বপাড়ার বাসিন্দারা আমার জন্য ভোট চাচ্ছেন। আমি খুশি হয়েছি আপনার এই সংবাদ শুনে। আমরা সবাইকে সাথে নিয়ে বাংলাদেশকে সুন্দর একটি বাংলাদেশ গড়তে চাই। শেখ হাসিনার উন্নয় সকল স্তরে পৌঁছে যাওয়ায় আজকের এই বাংলাদেশ।

গোয়ালন্দের ৫১ নং কে. কে. এস সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ১হাজার ৬২৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। কেন্দ্রটিতে উত্তর দৌলতদিয়ার বাজার এলাকা, দৌলতদিয়া বাজার পূর্বপাড়া এবং উত্তর দৌলতদিয়ার ইমাম খার পাড়ার বাসিন্দারা ভোট দিবেন। এই কেন্দ্রটিতে দৌলতদিয়া বাজার পূর্বপাড়া (যৌনপল্লীর) বাসিন্দারা ভোট দিবেন। ভোটকেন্দ্রে ১ হাজার ২০০ জন নারী ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এ সম্পর্কিত আরও খবর