‘জনগণের প্রতি সম্মান রেখে ঐক্যফ্রন্ট সংসদে আসবে’

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 00:37:20

জনগণের ভোটের প্রতি সম্মান রেখে জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচিত নেতারা সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন বলে মন্তব্য করেছেন মাহবুব উল আলম হানিফ।

তিনি বলেন, ঐক্যফ্রন্টের নির্বাচিত নেতারা জনগণের ভোটে জিতেছে। আশা করি, তারা দায়িত্বশীল রাজনীতি করবে । জনগণের ভোটের প্রতি সম্মান রেখে সংসদে আসবে। ঐক্যফ্রন্ট সরকারের গঠনেমূলক সমালোচনা করে তারা সংসদে বড় ভুমিকা রাখতে পারেন।

বৃহস্পতিবার (৩ জানুয়ারি) সংসদ সদস্য হিসেবে শপথগ্রহণ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

হানিফ বলেন, বিরোধীদলের দশম সংসদ ছিলো সফল একটি সংসদ। এবারও একাদশ সংসদ সংসদ হবে দায়িত্বশীল ও গঠনমূলক সংসদ। যেখানে বিরোধী দলসহ সবাই সংসদকে কার্যকর করতে জনগণের ভোট মূল্যায়ন করে কাজ করবে।

সংসদে জাতীয় পার্টির ভুমিকা নিয়ে তিনি বলেন, জাতীয় পার্টির বিষয়টি এখনও আলোচনা পযর্ন্ত আছে। তারা সিদ্ধান্তে আসুক। জাতীয় পার্টি ইতিপূর্বে সংসদে বিরোধীদল হিসেবে কার্যকর ভুমিকা রেখেছে। এবারও তেমনটি হবে বলে আশা রাখছি।

এ সম্পর্কিত আরও খবর