সরিষাবাড়ীতে নৌকা ও ঈগলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৫

বিবিধ, নির্বাচন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, জামালপুর | 2024-01-04 23:03:30

জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে নৌকা ও ঈগল প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৫ জন আহত হয়েছেন এবং মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাতে উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

হামলায় পৌর কাউন্সিলর সাখাওয়াতুল আলম মুকুল (৩৫), দিলখুশ (৩৫), রিপনসহ (৩০) ৫ জন আহত হয়। ঘটনার পর পরই ঈগল প্রতীকের সমর্থক প্রায় শতাধিক নারী বিচারের দাবিতে ৪০ মিনিট রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন।

কাউন্সিলর সাখাওয়াতুল আলম মুকুল অভিযোগ করে জানান, ঈগল প্রতীকের নির্বাচন ক্যাম্পের সামনের রাস্তায় নৌকার মিছিল দেখে আমি কর্মীদের ভিতরে সরিয়ে দিয়ে চায়ের দোকানের পাশে দাঁড়িয়ে ছিলাম। এমন সময় নৌকার প্রার্থীর ভাই মঞ্জুরুল ইসলাম বিদ্যুৎ, মির্জাল, নুরুল, জহুরুলসহ কয়েকজন আমাকে রাস্তায় টেনে এনে হামলা করে এবং অফিস ভাঙচুর করে। আমাকে বাঁচাতে গিয়ে বেশ কয়েকজন কর্মী আহত হয়েছে। আমি এর বিচার চাই।

এ বিষয়ে নৌকার প্রার্থী মাহবুবুর রহমান হেলালকে ফোন করা হলে তিনি কল রিসিভ করেননি।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান সাংবাদিকদের জানান, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সম্পর্কিত আরও খবর