এবারও পুরুষের তুলনায় নারী ভোটার কম

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2024-01-05 01:11:01

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সেখানে দেখা যায়, পুরুষের তুলনায় নারী ভোটার সাড়ে ১৮ লাখ কম।

ইসির হিসেব মতে চূড়ান্ত তালিকা অনুযায়ী, এবারের নির্বাচনে ভোট প্রধান করবে ১১ কোটি ৯৩ লাখ ৩২ হাজার ৯৩৪ জন। যার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৬ কোটি ৫ লাখ ৯২ হাজার ১৯৭, নারী ভোটারের সংখ্যা ৫ কোটি ৮৭ লাখ ৩৯ হাজার ৮৮৯। অর্থাৎ নারীর চেয়ে ১৮ লাখ ৫২ হাজার ৩০৮ পুরুষ ভোটার বেশি।

এর আগে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুরুষ ভোটার ছিল ৫ কোটি ২৫ লাখ ৭২ হাজার ৩৬৫ জন এবং নারী ভোটার ছিল ৫ কোটি ১৬ লাখ ৬৬ হাজার ৩১২ জন। নারীর চেয়ে সে সময় নয় লাখ ছয় হাজার ৫৩ জন পুরুষ ভোটার বেশি ছিল।

গত দুই নির্বাচনের পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে, এবার নারী ও পুরুষ ভোটারের ব্যবধান আরও বেড়েছে। আদমশুমারির রিপোর্ট অনুযায়ী, দেশে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি। এক্ষেত্রে নারী ও পুরুষ ভোটার সংখ্যার ব্যবধান বাড়ার পেছনে নারীদের ভোটার হওয়ার ক্ষেত্রে অনাগ্রহকে দায়ী করছে নির্বাচন কমিশন। এছাড়াও বেশ কয়েকটি কারণ চিহ্নিত করলেও সংস্থাটি নারী ভোটার বাড়াতে পারেনি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনে ৪২ হাজার ২৪টি ভোটকেন্দ্র এবং ২ লাখ ৬০ হাজার ৮৫৬টি ভোটকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এ সম্পর্কিত আরও খবর