৪ হাজার কে‌ন্দ্রে ব‌্যালট পেপার যা‌বে শনিবার: ইসি অতিরিক্ত সচিব

, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-01-05 21:05:05

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপল‌ক্ষে আগামীকাল চার হাজার কেন্দ্রে ব‌্যালট পেপার পৌ‌ঁছে যা‌বে ব‌লে‌ জানি‌য়ে‌ছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

শুক্রবার (৫ জানুয়ারি) রা‌তে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথা জানান তি‌নি।

তি‌নি ব‌লেন, আজ সকাল ৮টার পর থে‌কে প্রচারণা শেষ হ‌য়ে‌ছে। আমা‌দের যে প্রস্তু‌তি সেটা যথাযথভা‌বে আ‌ছে। আগামীকাল থে‌কে নির্বাচনী মালামাল সব কেন্দ্রে যা‌বে। কাল চার হাজার কে‌ন্দ্রে ব‌্যালট পেপার চ‌লে যা‌বে, আর বাকী কে‌ন্দ্রে যা‌বে নির্বাচ‌নের দিন ৭ তা‌রিখ সকা‌লে।

তি‌নি আরও ব‌লেন, আমা‌দের কমনও‌য়েলথ ও ওআইসির প্রতিনিধিদের স‌ঙ্গে বৈঠক হ‌য়ে‌ছে। তারা আমা‌দের নির্বাচ‌নী প্রস্তু‌তির সকল বিষ‌য়ে জান‌তে চাইলে আমরা সকল বিষয়ে তা‌দের‌কে জা‌নি‌য়ে‌ছি। তারা আমা‌দের প্রস্তু‌তির বিষ‌য়ে সন্তু‌ষ্ট প্রকাশ ক‌রে‌ছে।  

 

এ সম্পর্কিত আরও খবর