সকাল থেকেই ভোটারদের লাইন

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-01-07 08:07:24

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে ব্যালট পেপারে ভোটগ্রহণ শুরু হয়েছে। তবে এর আগে থেকেই ভোটকেন্দ্রে দেখা গেছে ভোটারদের লাইন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়তে থাকে।

ঢাকা-৭ আসনের লালবাগ জা‌মিলা খাতুন উচ্চ বা‌লিকা বিদ‌্যালয় ভোট কেন্দ্র ঘুরে ভোটারদের উপ‌স্থি‌তির এমন চিত্র দেখা গে‌ছে।

সরেজ‌মি‌নে দেখা গেছে, এদিন সকাল সা‌ড়ে ৭টার পর থে‌কে দুই একজন ক‌রে ভোটার কে‌ন্দ্রে আস‌তে শুরু ক‌রে। ত‌বে ভোট গ্রহণ শুরু না হওয়ায় কে‌ন্দ্রের সাম‌নে লাইনে দাঁড়ি‌য়ে ভোট শুরুর অ‌পেক্ষা ক‌রেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা‌দে‌শে ভোটকেন্দ্র র‌য়ে‌ছে ৪২ হাজার ২৪টি। আর ভোটকক্ষ র‌য়ে‌ছে ২ লাখ ৬০ হাজার ৮৫৮‌টি। মোট প্রার্থী র‌য়ে‌ছেন ১ হাজার ৯৬৯ জন। রাজনৈতিক দলের প্রার্থী ১ হাজার ৫৩৪ জন। স্বতন্ত্র প্রার্থী ৪৩৭ জন। আর ভোট গ্রহণ কর্মকর্তা র‌য়ে‌ছেন প্রায় ১০ লাখ।

এছাড়া সারা‌দে‌শে মোট ১১ কোটি ৯৩ লাখ ৩৩হাজার ১৫৭ জন ভোটার র‌য়ে‌ছেন। এর ম‌ধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫ লাখ ৯২ হাজার ১৬৯জন এবং নারী ভোটার:  ৫ কোটি ৮৭ লাখ ৪০হাজার ১৪০ জন এবং হিজড়া ভোটার ৮৪৮।

এ সম্পর্কিত আরও খবর