দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে সকাল থেকেই সিরিয়ালে দাঁড়িয়েছেন ভোটাররা।
রোববার (৭ জানুয়ারি) মালিবাগের আবুজর গিফারি কলেজ কেন্দ্রে গিয়ে এমন চিত্র দেখা যায়। এ কেন্দ্রটি ঢাকা-৮ আসনের অন্তর্ভুক্ত।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই ভোট দিতে ভোটাররা সিরিয়ালে দাঁড়িয়ে আছেন। উৎসবমুখর পরিবেশে এদিন সবাই ভোট দিতে ভোট কেন্দ্রে উপস্থিত হন। লম্বা সিরিয়ালে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন ভোট দেওয়ার মাহেন্দ্রক্ষণের জন্য।
ভোটাররা জানান, ভোটের পরিবেশন অনেক ভাল। কোন সমস্যা নেই। আমরা চাই, সারাদিন যেনো এমন সুন্দর পরিবেশ বজায় থাকে। আমরা আমাদের নিজেদের ভোট, নিজেরা দিতে চাই।
এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে ভোটকেন্দ্র রয়েছে ৪২ হাজার ২৪ টি। আর ভোটকক্ষ রয়েছে ২ লাখ ৬০ হাজার ৮৫৮টি। মোট প্রার্থী রয়েছেন ১ হাজার ৯৬৯ জন। রাজনৈতিক দলের প্রার্থী ১ হাজার ৫৩৪ জন। স্বতন্ত্র প্রার্থী ৪৩৭ জন। আর ভোট গ্রহণ কর্মকর্তা রয়েছেন প্রায় ১০ লাখ।
এছাড়া সারাদেশে মোট ১১ কোটি ৯৩ লাখ ৩৩হাজার ১৫৭ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫ লাখ ৯২ হাজার ১৬৯জন এবং নারী ভোটার ৫ কোটি ৮৭ লাখ ৪০ হাজার ১৪০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৮৪৮।