শুরু হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। যা একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত। জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে নওগাঁ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী আমিনুল হকের মৃত্যু হওয়ায় এই আসনে ভোট গ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন (ইসি)। ফলে ২৯৯ আসনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় ঢাকা সিটি কলেজ ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর সঙ্গে একই কেন্দ্রে ভোট দিয়েছেন তাঁর মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল। এসময় তাঁর সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা ও শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি।
এদিকে সকাল সাড়ে আটটায় হাবিবুল্লাহ বাহার কলেজ কেন্দ্রে ভোট প্রয়োগ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
এছাড়াও মাগুরা-১ আসনের দরিমাগুরা স্কুল কেন্দ্রে ভোট দিয়েছেন সাকিব আল হাসান। হবিগঞ্জ-৪ এর স্বতন্ত্র প্রার্থী সৈয়দ সায়েদুল হক সুমন ভোট দিয়েছেন হাজি ইয়াছিন সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে।
চট্টগ্রামের একমাত্র নারী প্রার্থী চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী খাদিজাতুল আনোয়ার সনি ভোটাধিকার প্রয়োগ করেছেন।
তিনি ভোট দিয়েছেন ফটিকছড়ি নানুপুর মজহারুল উলুম গাউছিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসা কেন্দ্রে।