লম্বা লাইন নেই, তবে কিছুক্ষণ পরপরই দেখা মিলছে ভোটারদের। কেন্দ্রে আসলেই ভোট দিতে পারছেন তারা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে বলে জানিয়েছে নির্বাচন সংশ্লিষ্টরা।
রোববার (৭ জানুয়ারি) সকালে ঢাকা-৪ ও ঢাকা-৫ আসনের বিভিন্ন কেন্দ্র ঘুরে এই চিত্র দেখা গেছে।
যাত্রাবাড়ীর শহীদ জিয়া গার্লস স্কুল এন্ড কলেজ কেন্দ্রে প্রথমবারের মতো ভোট দিতে এসেছেন লামিয়া। তিনি বলেন, ভোটার হওয়ার পর এটা প্রথম নির্বাচন। তাই ভোটটা দিতে এসেছি। এসে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। বুথ খালি ছিলো সঙ্গে সঙ্গেই ভোট দিয়ে দিয়েছি। পরিবেশ নিয়েও আমি সন্তুষ্ট।
এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার রাশেদুল আলম বলেন, সকাল থেকে আমাদের এখানে ভোটার উপস্থিতি ভালো। সকাল ১০টা পর্যন্ত পুরুষ ১৩৫ জন ও নারী ১৫০ জন ভোট দিয়েছেন।