কেন্দ্রে দুই প্রার্থীর সমর্থকদের হাতাহাতি, ভোটারদের দৌড়াদৌড়ি

বিবিধ, নির্বাচন

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম ব্যুরো | 2024-01-07 11:33:28

কেউ স্লোগান দিচ্ছিলেন নৌকায় ভোট দিন, কেউ কেউ বলছেন ঈগল। তা নিয়ে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের এক কেন্দ্রে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। সেই ঘটনায় উত্তেজনা তৈরি হলে ভোটারদের মধ্যে ভয়ভীতি তৈরি হয়। কেউ কেউ ভোটকেন্দ্র ছেড়ে দিগ্বিদিক দৌড়াদৌড়ি করতে থাকেন। পরে পুলিশ এসে দুই পক্ষকে ধাওয়া দিয়ে সরিয়ে দেয়।

রোববার (৭ জানুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে বাঁশখালীর চাম্বল ইউনিয়নের চূড়ান্তমুড়া আহমদিয়া পাড়া এবতেদায়ী মাদরাসা কেন্দ্রে এই ঘটনা ঘটে।

কেন্দ্রের বাইরে নৌকার প্রার্থী মোস্তাফিজুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমানের সমর্থকেরা সকাল থেকেই কেন্দ্রের বাইরে অপেক্ষা করছিলেন। সেখানে চাম্বল ইউনিয়ন পরিষদের সদস্য জসিম উদ্দিন তার সমর্থকদের নিয়ে নৌকার পক্ষে ভোট দিতে ভোটারদের প্রলুব্ধ করছিলেন। পরে সেটি নিয়ে প্রশ্ন তোলেন ঈগলের সমর্থকেরা। পরে দুই পক্ষের সমর্থকেরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন।

এই কেন্দ্রটি পাহাড়ের পাদদেশে অবস্থিত। কিছুটা দুর্গম ও সড়ক সরু হওয়ায় দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের গাড়ি নিয়ে ঘটনাস্থলে পৌঁছাতেও সময় লাগে। পরে অবশ্য খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য ঘটনাস্থলে এসে পৌঁছে। লাঠিপেটা দিয়ে সমর্থকদের সরিয়ে দেওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এ সম্পর্কিত আরও খবর