কুষ্টিয়া-২: শতবর্ষী মাকে নিয়ে ভোট দিলেন স্বতন্ত্র প্রার্থী আরেফীন

, নির্বাচন

স্টাফ করেসপন্ডেট, বার্তা২৪.কম, কুষ্টিয়া | 2024-01-07 11:39:52

সারাদেশের মতো কুষ্টিয়ার চারটি আসনেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটগ্রহণ শুরুর পর প্রায় শতবর্ষী মা খদেজা বেগমকে সঙ্গে নিয়ে ভোট দিয়েছেন মিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের স্বতন্ত্র প্রার্থী কামারুল আরেফিন।

রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ বিকেল ৪টা পর্যন্ত চলবে।

ভোটগ্রহণ শুরুর পর প্রায় শতবর্ষী মা খদেজা বেগমকে সঙ্গে নিয়ে ভোট দিয়েছেন মিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের স্বতন্ত্র প্রার্থী কামারুল আরেফিন। সকাল ৮টার কিছু সময় পরপরই উপজেলার আমলা ইউনিয়নের সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তারা।

ভোট দেওয়ার পর কামারুল আরেফিনের মা খদেজা বেগম জানান, ছেলেকে সঙ্গে নিয়ে ভোটকেন্দ্রে এসেছি। ভোট দিলাম। আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন। আমার ছেলে জিতে যাবে ইনশাল্লাহ।

প্রার্থী কামারুল জানান, মাকে সঙ্গে নিয়ে ভোট দিলাম। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ মিরপুর ভেড়ামারা আসনে জাসদ সভাপতি সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ১৪ দলের প্রাপ্তি হিসেবে নৌকা প্রতীকে চতুর্থবারের মতো নির্বাচন করছেন। দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র হিসেবে এই আসনে প্রার্থী হন আওয়ামী লীগ নেতা, মিরপুর উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করা কামারুল আরেফীন।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার চারটি আসনে স্বতন্ত্রসহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট ৩১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। কুষ্টিয়া জেলায় মোট ভোটার ১৬ লাখ ৪৩ হাজার ৯১২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮ লাখ ২২ হাজার ৫১৬ জন এবং নারী ভোটার ৮ লাখ ২১ হাজার ৩৮৮ জন। জেলার চারটি সংসদীয় আসনে মোট ৫৭৮টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে।

 

এ সম্পর্কিত আরও খবর