সারাদেশে ৩৭ স্থানে অনিয়ম, আটক ৬: ইসি

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-01-07 12:20:03

সারাদেশে ভোটে ৩৭টি স্থানে অনিয়ম ও গোলযোগের ঘটনা পাওয়া গেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া জাল ভোটের অভিযোগে ৬ জনকে আটক করা হয়েছে।

রোববার (৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ইসি কন্ট্রোল রুম থেকে এই তথ্য জানানো হয়।

আটকদের মধ্যে বরগুনায় একজনকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া চট্টগ্রামের এক মহিলা চেয়ারম্যানকে আটক করা হয়েছে।

এদিকে ভোলার লালমোহনের মেহেরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রিজাইডিং অফিসারের স্বাক্ষর ছাড়া পোলিং এজেন্টের ‘প্রক্সি’ দিতে আসা আবদুর রহিম ও জাকির হোসেন নামে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।

সকাল ১০টায় কেন্দ্র পরিদর্শনে গিয়ে উপসচিব সুজিত হালদার তাদের আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করেন।

এদিকে, চট্টগ্রাম-১০ আসনের পাহাড়তলী কলেজ ভোট কেন্দ্রে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এতে দুইজন আহত হয়েছেন বলে জানিয়েছে র‍্যাব।

 

এ সম্পর্কিত আরও খবর