যশোরের ছয়টি আসনে উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ছয়টি আসনের মধ্যে নৌকা চারটিতে এবং স্বতন্ত্র দুটি আসনে জয় লাভ করেছে।
রোববার (৭ জানুয়ারি) রাতে এ ফলাফল ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার।
তিনি জানান, যশোর-১ (শার্শা) আসনে আওয়ামী লীগ মনোনীত শেখ আফিল উদ্দিন নৌকা প্রতীকে বিজয়ী হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ১০৫৪৬৬। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম লিটন ট্রাক প্রতীকে পেয়েছেন ১৯৪৭৭। এবং জাতীয় পার্টির আক্তারুজ্জামান লাঙ্গল প্রতীকে পেয়েছেন ২১৫১।
যশোর-২ (ঝিকরগাছা ও চৌগাছা) আসনে আওয়ামী লীগ মনোনীত ডা. তৌহিদুজ্জামান তুহিন নৌকা প্রতীকে ১০৬৩৫৭ভোটে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র আওয়ামী লীগের সাবেক এমপি মনিরুল ইসলাম ট্রাক প্রতীকে পেয়েছেন ৭৫৮৮২ ভোট। এবং স্বতন্ত্র আওয়ামী লীগ নেতা এস এম হাবিব ঈগল প্রতীকে ২২২ভোট, জাতীয় পার্টির ফিরোজ শাহ লাঙ্গল প্রতীকে ১৯৫০ভোট, বাংলাদেশ কংগ্রেসের আব্দুল আওয়াল ডাব প্রতীকে ১২৪৫ভোট, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফের শামছুল হক টেলিভিশন প্রতীকে ১২০০ভোট পেয়েছেন।
যশোর-৩ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত কাজী নাবিল আহমেদ নৌকা প্রতীক বিজয়ী হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ১২১৭২০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ ঈগল প্রতীকে পেয়েছেন ৬৪৫১১ ভোট। এবং বিকল্পধারা বাংলাদেশের মারুফ হাসান কাজল কুলা প্রতীকে পেয়েছেন ৫৫৫ ভোট, জাতীয় পার্টির মাহবুব আলম লাঙ্গল প্রতীকে ৩৭১০ ভোট, ন্যাশনাল পিপলস পার্টির অ্যাড. সুমন কুমার রায় আম প্রতীকে ৬৩৩ ভোট, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. তৌহিদুজ্জামান বটগাছ প্রতীকে ১২৪৬ ভোট, তৃণমূল বিএনপির মো. কামরুজ্জামান সোনালী আশ প্রতীকে ৩৮৯ ভোট, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের শেখ নুরুজ্জামান নোঙর প্রতীকে ২২৪ ভোট।
যশোর-৪ (বাঘারপাড়া ও অভয়নগর) আসনে আওয়ামী লীগ মনোনীত এনামুল হক বাবুল নৌকা প্রতীক নিয়ে ১৮১২৯৫ ভোটে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয় পার্টির জহুরুল হক লাঙ্গল প্রতীকে ১০৩৪৬ ভোট পেয়েছেন। এবং স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের রণজিৎ কুমার রায় ঈগল প্রতীকে ৫৮৬ ভোট, তৃণমূল বিএনপির অবসরপ্রাপ্ত লে. কর্নেল এম শাব্বির আহমেদ সোনালি আঁশ ১৬৬৬ ভোট, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের সুকৃতি কুমার মন্ডল নোঙ্গর প্রতীকে ৪২৩ ভোট, ইসলামী ঐক্যজোটের ইউনুস আলী মিনার প্রতীকে পেয়েছেন ৪১৫৩ ভোট।
যশোর-৫ (মণিরামপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী ইয়াকুব আলী ঈগল প্রতীকে নিয়ে বিজয়ী হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ৭৭৪৬৮ ভোট।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত স্বপন ভট্টাচার্য্য নৌকা প্রতীকে ৭২৪৬৮ ভোট, তৃণমূল বিএনপির আবু নসর মোহাম্মদ মোস্তফা সোনালি আঁশ ২৩৬ ভোট, ইসলামী ঐক্যজোটের হাফেজ মাওলানা নুরুল্লাহ আব্বাসী মিনার প্রতীকে ৮০৬ ভোট, জাতীয় পার্টির এম এ হালিম লাঙ্গল প্রতীক ৬২৪ ভোট পেয়েছেন।
যশোর-৬ (কেশবপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী আজিজুল ইসলাম ঈগল প্রতীকে ৪৮৯৪৭ ভোটে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহীন চাকলাদার নৌকা প্রতীকে পেয়েছেন ৩৯২৬৯ভোট। এবং এইচ এম আমির হোসেন কাঁচি প্রতীকে পেয়েছেন ১৭২০৯ ভোট এবং জাতীয় পার্টির জি এম হাসান লাঙ্গল প্রতীকে ৬৪০ ভোট পেয়েছেন।