কুষ্টিয়ায় বিজয়ী হলেন যারা

, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া | 2024-01-08 00:21:52

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ার চারটি আসনের মধ্যে তিনটিতেই জয়লাভ করেছেন স্বতন্ত্র প্রার্থীরা।

রোববার (৭ জানুয়ারি) রাতে এ তথ্য জানা যায়। 

কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী রেজাউল হক চৌধুরী ট্রাক প্রতীকে ৮৬ হাজার ৫৩৯টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাজমুল হুদা পটল বিশ্বাস ঈগল প্রতীকে পেয়েছেন ৫১ হাজার ৫৬৭ ভোট এবং সাবেক এমপি আ.ক.ম সারোয়ার জাহান বাদশা নৌকা প্রতীকে পেয়েছেন ৪৭ হাজার ৫৬৭ ভোট।

কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে ট্রাক প্রতীকে ১ লাখ ১৫ হাজার ৭৯৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী কামারুল আরেফিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হেভিওয়েট প্রার্থী জাসদ সভাপতি হাসানুল হক ইনু পেয়েছেন ৯২ হাজার ৪৪৫ ভোট।

কুষ্টিয়া-৩ (সদর) আসনে ১ লাখ ২৮ হাজার ৫৩৩ নৌকা প্রতীকে জয়ী হয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী পারভেজ আনোয়ার তনু ঈগল প্রতীকে পেয়েছেন ৪৩ হাজার ৭২৬ ভোট।

কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনে ট্রাক প্রতীকে ৯৮ হাজার ৪১ ভোট পেয়ে জয়ী হয়েছেন সাবেক এমপি আব্দুর রউফ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের প্রার্থী ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ ৮০ হাজার ১১১ ভোট পেয়েছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ার ৪টি সংসদীয় আসনে মোট ৫৭৮টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়ার চারটি আসনে মোট ভোটার সংখ্যা ১৬ লক্ষ ১৪২ হাজার ৯১২ জন। এরমধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৮ লক্ষ ২২ হাজার ৫১৬ জন এবং নারী ভোটার সংখ্যা ৮লক্ষ ২১ হাজার ৩৮৮ জন।

এ সম্পর্কিত আরও খবর