নির্বাচনে হেরে গেলেন চিত্রনায়িকা মাহি

, নির্বাচন

স্টাফ করেসপন্ডেট, বার্তা২৪.কম | 2024-01-08 00:27:30

ব্যাপক প্রচারণার পরেও হেরে গেলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে ট্রাক (স্বতন্ত্র প্রার্থী) প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেন তিনি। জয়ের শতভাগ আশাবাদি থেকেও শেষ পর্যন্ত পরাজিত হতে হলো এই অভিনেত্রীকে।

রোববার (৭ জানুয়ারি) রাতে বেসরকারি ফলাফল প্রকাশের পর এ তথ্য পাওয়া গেছে।

ফলাফলে দেখা যায়, ওই আসন থেকে সর্বোচ্চ ১ লাখ ৩ হাজার ৫৯২ ভোট পেয়ে বিজয়ী হয়েছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ওমর ফারুক চৌধুরী। তার নিকটতম আরেক স্বতন্ত্র প্রার্থী গোলাম রব্বানী পেয়েছেন ৯২ হাজার ৪১৯ ভোট। অন্যদিকে মাহিয়া মাহি পেয়েছেন ৯ হাজার ৯ ভোট।

মাহিয়া মাহি আগেই বলেছিলেন, ‘ফলাফল যা হওয়ার হবে, আমি হারি আর জিতি, ভোটের পরদিন পুরো এলাকায় একটা শোডাউন দেবো। হেরে গেলেও সবাইকে জানান দেবো, আমি তাদের সঙ্গে আছি।’

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে মোট ভোটার ছিল ৪ লাখ ৪০ হাজার ২১৮ জন। আসনটিতে মোট ১১ জন নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করেন।

এ সম্পর্কিত আরও খবর