'এই প্রহসনের নির্বাচন কোনভাবেই মেনে নেয়া যায় না'

, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম | 2024-01-08 14:45:51

'নৌকার প্রার্থী পুরো থানায় ত্রাসের সৃষ্টি করেছে। গুলি পর্যন্ত করেছে। আমাদের এজেন্টদের কিডন্যাপ করেছে। তারা প্রায় ৬০-৭০টা কেন্দ্র থেকে আমাদের এজেন্ট বের করে দিয়েছে। ভোটারদের ভোট দিতে দেয়নি। এটা দখলবাজি, সিলবাজি। এই প্রহসনের নির্বাচন কোনভাবেই মেনে নেয়া যায় না।'

সোমবার (৮ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে এক সংবাদ সম্মেলন ডেকে এসব তথ্য তুলে ধরেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে ঈগল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতাকারী মো. গিয়াস উদ্দিন।

গিয়াস উদ্দিন বলেন, 'গতকালের নির্বাচনে আমি চট্টগ্রাম-১ (মিরসরাই) আসন থেকে ঈগল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছি। এই নির্বাচনে কিভাবে আমার বিজয় ছিনিয়ে নেয়া হয়েছে তা আপনারা সচক্ষে দেখেছেন। ঈগলের পক্ষে যারা কাজ করেছে, তাদের সবাইকে নির্যাতন করেছে নৌকার সমর্থকরা। আজ পর্যন্ত আমাদের প্রায় শতাধিক নেতা-কর্মীকে তারা আহত করেছে। ভোটের দিন এজেন্টদের কিডন্যাপ করেছে। তবুও কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ বন্ধ হয়নি৷ এই প্রহসনের নির্বাচন কোনভাবেই মেনে নেয়া যায় না।'  

শেখ হাসিনা সরকারের পুরো নির্বাচনটাকেই আপনি প্রশ্নবিদ্ধ করছেন কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'নৌকার প্রার্থী হয়ে ছয়বারের সংসদ সদস্য ও মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের ছেলে মাহবুব উর রহমান। বাবার সুযোগ সুবিধা কাজে লাগিয়ে উত্তর জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য হয়েছে। তারা স্থানীয়ভাবে এই অপকর্ম করেছে৷ আমাদেরকে নির্যাতন করেছে। নির্বাচনকে প্রহসনে রূপান্তরিত করেছে৷ এখানে সরকার বা নির্বাচন কমিশনের কোন দোষ নেই।' 

স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য এবং মিরসরাই উপজেলার সাবেক চেয়ারম্যান। আসনটিতে নৌকার প্রার্থী বর্তমান সংসদ সদস্য মোশাররফ হোসেনের ছেলে মাহবুব উর রহমান। তিনিও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য।

দ্বাদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে ৮৮ হাজার ৬ টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন নৌকা প্রার্থী মাহবুব উর রহমান। বিপরীতে ৫২ হাজার ৯৯ ৫টি ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন স্বতন্ত্র প্রার্থী (ঈগল) মো. গিয়াস উদ্দিন।

এ সম্পর্কিত আরও খবর