ময়মনসিংহ-৩ আসনে নৌকার প্রার্থী পপি জয়ী

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-01-13 17:43:56

নির্বাচনে অনিয়মের অভিযোগে বন্ধ হওয়া ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বেসরকারিভাবে জয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নিলুফার আনজুম পপি।

শনিবার (১৩ জানুয়ারি) বিকেলে স্থগিত কেন্দ্রের ভোটগ্রহণ শেষে এই ফলাফল ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

এর আগে, গত ৭ জানুয়ারি ভোট চলাকালে ওই কেন্দ্রে দুর্বৃত্ত এসে একটি কক্ষ থেকে ব্যালট বাক্স ছিনতাই করে নিয়ে যাওয়ার অভিযোগে ভোটগ্রহণ স্থগিত জেলা রিটার্নিং কর্মকর্তা।

এ আসনে নৌকার প্রার্থী নিলুফার আনজুম পপি ভোট পেয়েছেন ৫৩ হাজার ১৯৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা ট্রাক প্রতীকে পেয়েছেন ৫২ হাজার ২১১ ভোট। স্থগিত হওয়া কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৩২ জন। সেখানে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ভোটের ব্যবধান ৯৮৫ ভোট। ব্যবধানটি কম হওয়ার কারণে বন্ধ হয়ে যাওয়া কেন্দ্রে আবার ভোটগ্রহণ হবে।

এদিকে সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। সেখানে দেখা যায় মোট ৩ হাজার ৩২ ভোটের মধ্য নৌকার প্রার্থী ১২৯৫ ভোট। আর তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা ট্রাক প্রতীকে পেয়েছেন ৩৫৫ ভোট।

বিজয়ী নিলুফার আনজুম পপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের স্ত্রী।

এ সম্পর্কিত আরও খবর