ভোটে জামানত হারানো প্রার্থীদের তালিকা চায় ইসি

, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-01-24 14:02:50

সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামানত হারানো প্রার্থীদের তালিকা আগামী ১০ কার্যদিবসের মধ্যে চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশনের উপসচিব মিজানুর রহমান স্বাক্ষরিত চিঠিতে জরুরি ভিত্তিতে বিভাগীয় রিটার্নিং অফিস ও জেলা রিটার্নিং অফিসারের কাছে এই তথ্য চাওয়া হয়।

ইসির নির্দেশনায় বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামানতের অর্থ বাজেয়াপ্তকৃত প্রার্থীর নাম-ঠিকানা, অর্থের পরিমাণ ও সরকারি কোষাগারে জমা সংক্রান্ত তথ্যাদি সংযুক্ত ছক আকারে আগামী ১০ কার্যদিবসের মধ্যে হার্ডকপি ও সফটকপি প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো।

এবারের সংসদ নির্বাচনে ২৮টি রাজনৈতিক দলের ১৫৩২ জন, স্বতন্ত্র প্রার্থী ৪৩৭ জন অংশগ্রহণ করেছিল। সব মিলিয়ে নির্বাচনে এক হাজার ৯৬৯ প্রার্থী অংশগ্রহণ করে। তারমধ্য ২৮টি রাজনৈতিক দলের মধ্যে ২৩টি রাজনৈতিক দলের সব প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর