নেত্রকোনার রৌহায় ঘোড়া, সিংহের বাংলায় টেবিল ফ্যানের জয়

, নির্বাচন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নেত্রকোনা | 2024-03-09 21:12:16

নেত্রকোনার সদর উপজেলার সিংহের বাংলা ও রৌহা ইউনিয়ন পরিষদ (ইউপি) উপনির্বাচনে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়েছে।

শনিবার (৯ মার্চ) দিনগত রাতে ফলাফল ঘোষণা করা হয়।

ঘোষিত ফলাফল অনুযায়ী রৌহা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান হিসেবে ৪ হাজার ৯৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ঘোড়া প্রতীকের প্রার্থী শফিকুল ইসলাম বাতেন।

অপরদিকে সিংহের বাংলা ইউনিয়ন পরিষদ (ইউপি) থেকে ৩ হাজার ৯৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন টেবিল ফ্যান প্রতীকের প্রার্থী মোফাক্কারুল হুসেন মিলন।

নেত্রকোনার সদর উপজেলার নির্বাচন কর্মকর্তা মো. হোসনে আরা স্বাক্ষরিত এক চিঠিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।

সেখান থেকে জানা যায়, রৌহা ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে এক নারীসহ প্রতিদ্বন্দ্বিতা করেছেন চারজন প্রার্থী। ভোটে জয়ী প্রার্থী বাতেন’র নিকটতম প্রতিদ্বন্দ্বি আনারস প্রতীকের প্রার্থী আব্দুল হাই ভোট পেয়েছেন ২ হাজার ৯৩১ ভোট। বাকি দুইজনের মধ্যে মোটরসাইকেলের প্রার্থী মো. মুখলেছুর রহমান ভোট পেয়েছেন ২ হাজার ৫০৮ ভোট এবং সর্বনিম্ন ভোট অর্থাৎ ১ হাজার ৩৬৫ ভোট পেয়ে পরাজিত হয়েছেন চশমা প্রতীকের প্রার্থী ফরিদা ইয়াসমিন। ইউনিয়নটিতে মোট ভোটার ২০ হাজার ৯৭২ জন।

সিংহের বাংলা ইউনিয়ন পরিষদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এক নারীসহ ছয়জন প্রার্থী। ৩ হাজার ৩৪৪ ভোট পেয়ে বিজয়ী প্রার্থী মিলন’র নিকটতম প্রতিদ্বন্দ্বি হয়েছেন ঘোড়া প্রতীকের প্রার্থী আসমা সুলতানা।

বাকি চার প্রার্থীর মধ্যে অটোরিকশা প্রতীকের প্রার্থী আরিফ খান পেয়েছেন ২ হাজার ৪৭১ ভোট, চশমা প্রতীকের প্রার্থী আব্দুল হারেছ পেয়েছেন ২ হাজার ৩০১ ভোট, মোটরসাইকেল প্রতীকের প্রার্থী হাবিবুল মোস্তফা সবুজ ভোট পেয়েছেন ৩২৩ ভোট এবং সর্বনিম্ন ভোট পেয়ে পরাজিত আনারস প্রতীকের প্রার্থী মো. খায়রুল ইসলাম’র ভোট সংখ্যা মাত্র ১২৫। সিংহের বাংলা এই ইউনিয়নটিতে মোট ভোটার সংখ্যা ২০ হাজার ৯১ জন।

এ সম্পর্কিত আরও খবর