উপজেলা নির্বাচনের প্রস্তুতি নিয়ে বসেছে ইসি

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-20 13:20:15

প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠিত হতে যাওয়া উপজেলা পরিষদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (১৪ জানুয়ারি) দুপর তিনটায় কমিশনের ৪২তম সভাটি শুরু হয়। সভায়  প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা, নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম, কবিতা খানম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী, ইসি সচিব হেলালুদ্দীন আহমদসহ ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত রয়েছেন।

সভার আলোচ্যসূচিতে আরো রয়েছে, একাদশ সংসদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে নির্বাচনের তফসিল নির্ধারণ, কিশোরগঞ্জ-১ শূন্য আসনের নির্বাচনের তফসিল নির্ধারণ, জাতীয় ঐক্যফ্রন্ট ও বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক প্রদত্ত স্মারকলিপি প্রসঙ্গে আলোচনা।

এরআগে গত বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমদ জানান, আগামী মার্চের প্রথম সপ্তাহ থেকে কয়েক ধাপে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। ফেব্রুয়ারিতে এসএসসি, এপিলে এইচএসসি পরীক্ষা ও মে মাসের শেষে রমজান। তাই রমজানের আগেই উপজেলা পরিষদ নির্বাচন শেষ করতে চাই। উপজেলা নির্বাচনেও ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে। তবে কী পরিসরে ব্যবহার হবে সে সিদ্ধান্ত হয়নি।

উপজেলা পরিষদ আইন, ১৯৯৮-এর ১৭(১)(গ) ধারা অনুযায়ী, পরিষদের মেয়াদ শেষ হওয়ার তারিখের আগের ১৮০ দিনের মধ্যে ভোটগ্রহণের বাধ্যবাধকতা রয়েছে। স্থানীয় সরকারের প্রতিষ্ঠানের মতো পরিষদের প্রথম বৈঠক (সভা) থেকে ৫ বছরের মেয়াদ শুরু হয়। সর্বশেষ ২০১৪ সালের ১৯ ফেব্রুয়ারি ৯৭টি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে ২৭ ফেব্রুয়ারি হয় আরও ১১৫টি উপজেলায় ভোট। এরই ধারাবাহিকতায় ওই বছরের জুন-জুলাইয়ে সব মিলিয়ে ৭ ধাপে দেশের ৪৮৭টি উপজেলা পরিষদে নির্বাচন হয়েছিল।

এ সম্পর্কিত আরও খবর