আনোয়ারায় এক কেন্দ্রে দেড় ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ

, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম | 2024-05-29 15:13:07

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা নির্বাচনের প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতির জেরে একটি কেন্দ্রে দেড় ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ রাখা হয়েছে।

বুধবার (২৯ মে) সকালে উপজেলা হাইলধর ইউনিয়নের বশিরুজ্জামান স্মৃতি শিক্ষাকেন্দ্রে এ ঘটনা ঘটেছে। এসময় বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত কেন্দ্রটির ভোটগ্রহণ বন্ধ রাখা হয়।

দায়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তা এহসানুল হক জানান, এক প্রার্থীর সমর্থক ভোট দিতে আসায় আরেক প্রার্থীর সমর্থকরা বাধা দেওয়ার চেষ্টা করে। এতে কিছুটা উত্তেজনা তৈরি হলে ভোটগ্রহণ সাময়িক বন্ধ রাখা হয়।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে দেড় ঘণ্টা পর পুনরায় ভোটগ্রহণ শুরু হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর