কুমিল্লার বুড়িচং উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দেওয়ায় দুই প্রার্থীর ৪ এজেন্টকে গ্রেফতার করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসময় আসামিদের ৪ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
বুধবার (২৯ মে) বেলা সাড়ে ৩ টার দিকে ময়নামতি ইউনিয়নের ফরিজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃতরা দু’জন ঘোড়া প্রতীকের এবং বাকী দু’জন টেলিফোন প্রতীকের এজেন্ট।
বিষয়টি নিশ্চিত করে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান খাঁন শাওন বলেন, জাল ভোট দেওয়ার সময় আমি ওই কেন্দ্রে গিয়ে ৪ এজেন্টকে হাতে নাতে ধরি। পরে তাদেরকে ৪ দিন করে সাজা প্রদান করি।
প্রসঙ্গত, বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কুমিল্লার চারটি উপজেলা পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত নির্বাচনের ভোটগণনা চলছে।