বিভিন্ন ভোট কেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগে বগুড়া জেলা যুবলীগের দফতর সম্পাদক জাকারিয়া আদিলকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৯ মে) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) স্নিগ্ধ আকতার।
তিনি জানান,বগুড়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ কালে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা অভিযোগ করে যে, জাকারিয়া আদিল বিভিন্ন ভোট কেন্দ্রের আশেপাশে প্রভাব বিস্তারের চেষ্টা করছে।প্রার্থীদের অভিযোগের প্রেক্ষিতে বুধবার দুপুরের দিকে শহরের সেউজগাড়ি আমতলা এলাকা থেকে পুলিশ তাকে আটক করে।
অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আকতার বলেন আদিল পুলিশ হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।