৬০ উপজেলায় ভোট শেষ, চলছে গণনা

, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2024-06-05 16:18:58

চতুর্থ ধাপের ৬০ উপজেলা নির্বাচনে ভোটে কারচুপির চেষ্টা, মারামারির মতো ঘটনা ঘটলেও বড় কোনো সহিংসতা ছাড়াই শেষ হলো নির্বাচন। এখন চলছে গণনা।

বুধবার (২১ মে) ৬০ উপজেলায় সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়, যা শেষ হয় বিকেল ৪টায়।

নির্বাচন কমিশনের সচিব শফিউল আজিম বলেন, ২৬ জেলায় ৬০ উপজেলায় নির্বাচনের ভোট গ্রহণ চলছে। সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১৭ দশমিক ৩১ শতাংশ ভোট পড়েছে।

ইসি সচিব বলেন, ৬০ জেলায় ভোটের মধ্যে ৬ উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট হচ্ছে। বাকিগুলো সনাতন পদ্ধতিতে হয়েছে। ছোটখাটো ব্যত্যয় ছাড়া কিছু জরিমানা করা হয়েছে। দু’একটি জায়গায় যারা বিশৃঙ্খলা করেছে তাদেরকে আইনের আওতায় আনা হয়েছে। জরিমানা করা হয়েছে। এটি বড় বিষয় না।

এ সম্পর্কিত আরও খবর