জাল ভোট দিতে এসে ছয় মাসের জেল

, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2024-06-05 16:41:33

রংপুরের বদরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দিতে এসে আটক এক ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৫ জুন) দুপুরে উপজেলার বৈরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দিতে আসলে মোস্তাফিজার রহমান নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কৃষ্ণ কমল রায়।

এ বিষয়ে রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম বলেন, দুইটি উপজেলায় ভোট হচ্ছে। শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে ভোটগ্রহণ চলছে। যাতে সবাই সুষ্ঠুভাবে দিতে পারে। মোবাইল, রিজার্ভ ফোর্স ও স্ট্রাইকিং ফোর্স কাজ করছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নজরদারি ও গোয়েন্দা নজরদারি রাখা হয়েছে।

উল্লেখ্য, বদরগঞ্জ উপজেলার একটি পৌরসভা ও ১০টি ইউনিয়নে ১০৩টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। উপজেলায় মোট ভোটারের সংখ্যা ২ লাখ ৪৩ হাজার ৬ টি। তারাগঞ্জে ৫টি ইউনিয়নের ৫৫টি ভোটকেন্দ্রের মোট ভোটার সংখ্যা ১ লাখ ১৯ হাজার ২২ জন।

এ সম্পর্কিত আরও খবর