ডিএনসিসি’র মেয়র পদে আ’লীগের মনোনয়নপত্র নিলেন যারা

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 09:06:54

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দশজন প্রার্থী।

উত্তরের মেয়র পদে ভোটগ্রহণের দিন ২৮ ফেব্রুয়ারি ধার্য করে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ উপলক্ষে বুধবার (২৩ জানুয়ারি) থেকে শুক্রবার (২৫ জানুয়ারি) পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম বিরতরণ করে আওয়ামী লীগ। তিনদিনে নির্বাচনের দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন এবং জমা দিয়েছেন দশ জন।

এরা হলেন- বিজিএমইর সাবেক সভাপতি ও তৈরি পেশাক ব্যবসায়ী আতিকুল ইসলাম, আওয়ামী লীগের সাবেক সহ-সম্পাদক রাসেল আশেকী, ঢাকা উত্তর সির্টি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মো. জামাল মোস্তফা, ভাসান টেক থানা আওয়ামী লীগের সহ-সভাপতি ইয়াদ আলী ফকির, ব্যবসায়ী আদম তমিজী হক, নোয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক নেতা কুতুব উদ্দিন নান্নু, মোহাম্মাদ আরিফ হোসেন, বঙ্গবন্ধু পরিষদের সাবেক প্রচার সম্পাদক শাহিদুল্লা ওসমানী, খায়রুল মজিদ মাহমুদ, মো. সাখাওয়াত হোসেন।

মনোনয়ন প্রত্যাশী আতিকুল ইসলাম বলেন, ‘প্রয়াত মেয়র আনিস ভাই ঢাকা উত্তর সিটি করপোরেশনকে একটি উচ্চতর মাপে নিয়ে গেছেন। এই উচ্চতায় যাওয়ার কারণেই আমরা যারা ঢাকায় থাকি তাদের চাওয়া পাওয়া অনেক বেশি হয়ে গিয়েছে।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ যদি আমাকে মনোনয়ন দেয়, তাহলে আপনাদের কথা দিতে চাই, আনিস ভাইয়ের অসমাপ্ত কাজ অচিরেই সম্পন্ন করব।’

এদিকে মেয়র নির্বাচিত হলে আতিকুল ইসলাম ঢাকা শহর থেকে জলাবদ্ধতা, যানজট, জলজট দূর করার প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে তিনি বলেন,‘একটি পরিবেশবান্ধব ঢাকা শহর যাতে করতে পারি সেই চেষ্টাই করব।’

আরেক মনোনয়ন প্রত্যাশী রাসেল আশেকী বলেন, ‘দলের মনোনয়ন পেলে এবং নির্বাচিত হলে সিটি করপোরেশন এলাকার সার্বিক উন্নয়নে কাজ করব। ঢাকা উত্তর সিটিকে শান্তির শহর, সম্প্রীতির শহর, সংস্কৃতির শহর হিসেবে গড়ে তুলব।’

ব্যবসায়ী আদম তমিজি বলেন, ‘যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে বিবেচনা করেন, যোগ্য মনে করেন, তাহলে মনোনয়ন পাবো ইনশাল্লাহ। মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে রাজধানীর বস্তিবাসীর ব্যাসিক হিউম্যান রাইটস নিয়ে কাজ করব। যেমন স্যানিটেশন, রাস্তা ঘাটের কিছু সমস্যা আছে। ইতোমধ্যে আমরা মানবিক ঢাকার পক্ষ থেকে ২০টি স্কুল বানিয়েছি।’

এ সম্পর্কিত আরও খবর