বিভ্রান্তিকরণ তথ্য ব্যবস্থাপনা শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেবে ইসি

, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2024-06-23 16:02:32

প্রতিষ্ঠানের ভাবমূর্তি অক্ষুন্ন রাখতে মিথ্যা, বিভ্রান্তিকরণ তথ্য ব্যবস্থাপনায় করণীয় শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেবেন নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান। সম্মেলনে নির্বাচন কমিশন শক্তিশালীকরণ নিয়েও অভিজ্ঞতা বিনিময় হবে।

সংস্থাটির উপ-সচিব মো. শাহ আলম এ সংক্রান্ত একটি চিঠি ইতিমধ্যে প্রতিষ্ঠানটির হিসাব শাখায় পাঠিয়েছেন।

সম্মেলনটি আগামী ১৮ থেকে ১৯ জুলাইয়ে ব্রিটেনের ক্যামব্রিজে অনুষ্ঠিত হবে।

ইসি জানায়, ক্যামব্রিজ কনফারেন্স অন ইলেকটোরাল ডেমোক্রেসি শিরোনামে ওই সম্মেলনে অংশ নিতে ১৭ থেকে ২৬ জুলাই ব্রিটেন সফর করবেন মো. আহসান হাবিব খান। সম্মেলন কর্তৃপক্ষ তিনদিনের স্থানীয় থাকা খাওয়া ও যাতায়াত ব্যয় বহন করবে। বিমান ভাড়া বহন করবে বাংলাদেশ নির্বাচন কমিশন। সম্মেলন শেষে ২১ থেকে ২৫ জুলাই পর্যন্ত নির্বাচন কমিশনার নিজেই ব্যয় বহন করবেন।

জানা গেছে, সম্মলেনে বিভিন্ন নির্বাচন কমিশন তাদের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করতে পারবে। এছাড়া পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ে থাকবে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈঠকের সুযোগ।

মূলত কমনওয়েলথভুক্ত দেশগুলোর নির্বাচন কমিশনগুলোর এ সম্মেলনে সংস্থাগুলো সর্বশেষ আইনি পরিমার্জন, ভোটার শিক্ষণ পদ্ধতি, অংশগ্রহণ, আন্তর্জাতিক সংস্থার ভূমিকা, গণমাধ্যমের ভূমিকা প্রভৃতি নিয়ে অভিজ্ঞতা বিনিময় করবে।

এ সম্পর্কিত আরও খবর