গাইবান্ধায় ৩০ ডিসেম্বরের মতো শান্তিপূর্ণ নির্বাচন হবে: র‌্যাব

বিবিধ, নির্বাচন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, গাইবান্ধা, বার্তা২৪.কম | 2023-08-24 05:55:44

গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের ভোটগ্রহণ সম্পর্কে র‌্যাপিড অ্যাকশন ব্যাট র‌্যাব-১৩ রংপুর অঞ্চলের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. মোজাম্মেল হক বলেছেন, ‘পূর্ববর্তী ৩০ ডিসেম্বরের ন্যায় শতভাগ শান্তিপূর্ণ ও কোনোরূপ বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই নির্বাচন অনুষ্ঠিত হবে।’

একাদশ সংসদ নির্বাচনে স্থগিত হওয়া গাইবান্ধা-৩ নির্বাচনী এলাকায় আগামীকাল রোববার নির্বাচন উপলক্ষে পলাশবাড়ীতে স্থানীয় সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় এসব কথা বলেন র‌্যাব কর্মকর্তা।

মোজাম্মেল হক বলেন, ‘সারাদেশে মাত্র একটি আসনে নির্বাচন। নির্বাচনী সার্বিক কার্যক্রমে দায়িত্বরত বিজিবি, র‌্যাব, পুলিশ, আনসার ও গ্রাম পুলিশসহ সম্মিলিত সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সম্পূর্ণ নিরাপদ-নির্বিঘ্নে নিশ্ছিদ্র নিরাপত্তা রক্ষায় অতন্দ্র প্রহরীর ন্যায় দায়িত্বরত রয়েছেন। এছাড়া স্ট্রাইকিং ফোর্সসহ ভ্রাম্যমাণ মোবাইল টিম, বিচারিক ম্যাজিস্ট্রেট সারাক্ষণ তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করবেন।’

এ সময় আরও উপস্থিত ছিলেন র‌্যাব-১৩ গাইবান্ধার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি হাবিবুর রহমান হাবিব সহ সংশ্লিষ্টরা।

এর আগে পলাশবাড়ী থানা পুলিশের আয়োজনে ভোটকেন্দ্রসহ বিভিন্ন পর্যায় দায়িত্বরত পুলিশ সদস্যদের সার্বক্ষণিক বিচক্ষণতার সহিত দায়িত্ব পালনে নানা দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন গাইবান্ধার পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া।

এ সম্পর্কিত আরও খবর