উপজেলা নির্বাচন: মনোনয়ন যুদ্ধে কক্সবাজারের প্রত্যাশীরা

বিবিধ, নির্বাচন

মুহিববুল্লাহ মুহিব, স্টাফ করেসপন্ডেন্ট, কক্সবাজার, বার্তা২৪.কম | 2023-08-28 13:49:41

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে মরিয়া একাধিক প্রত্যাশী। তৃণমূলের মতামত নিতে কক্সবাজারের ৮ উপজেলা ও পৌর আওয়ামী লীগ কার্যক্রম শুরু করেছে।

সকলের মতামতের ভিত্তিতে উপজেলা আওয়ামী লীগ প্রতিটি পদের জন্য প্রার্থী মনোনয়ন নিশ্চিত করবে বলে জানিয়েছে একাধিক দলীয় সূত্র।

জানা গেছে, গত ১৫ জানুয়ারি আওয়ামী লীগ কেন্দ্রীয়ভাবে উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে একক প্রার্থী কিংবা প্রার্থীর প্যানেল নির্ধারণের জন্য চিঠি ইস্যু করে। আওয়ামী লীগের মনোয়নই যেন শেষ কথা এমন মনোভাব নিয়েই এগোচ্ছেন প্রত্যাশীরা। দলের মনোনয়ন নিশ্চিত করতে জেলার আট উপজেলা কমিটি ও জেলা আওয়ামী লীগ পুরোদমে নির্বাচনী তৎপরতা শুরু করেছে।

দলীয় সূত্র বলছে, ৮ উপজেলায় প্রায় অর্ধশতাধিক চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয় প্রত্যাশী রয়েছে। যার মধ্যে তরুণ-যুব নেতাদের সংখ্যাই বেশি।

কক্সবাজার সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী কাজি রাসেল আহমেদ নোবেল বলেন, ‘অতীতের নির্বাচনে যারা দাঁড়িয়েছিল তারা বিপুল ভোটে পরাজিত হয়েছে। সদর উপজেলার সাধারণ মানুষ আমাকে সমর্থন দিচ্ছে। আশা করি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান যে এজেন্ডা দুর্নীতির বিরুদ্ধে জিরো ট্রলারেন্স তা বাস্তবায়নে কঠোর ভূমিকা রাখব। মনোনয়ন পেলে নির্বাচনে জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবে।’

উখিয়ার যুবকদের জন্য কাজ করা একমাত্র তরুণ নেতা ইমরুল কায়েস চৌধুরীও এবার উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। পিতা মাহমুদুল হক চৌধুরীও এ উপজেলার সফল চেয়ারম্যান ছিলেন।

জানতে চাইলে ইমরুল কায়েস চৌধুরী বলেন, ‘উখিয়ার মানুষ আমাকে প্রার্থী হিসেবে দেখতে চেয়েছে। আওয়ামী পরিবারের সন্তান হয়ে আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চাই। দল যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে জনগণ আমাকে ভোটে জয়ী করবে।’

চকরিয়া উপজেলায় মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম বলেন, ‘আশা করি যোগ্যরাই দলের মনোনয়ন পাবেন। প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত দেবেন আমরা তা মেনে নেব। গত সংসদ নির্বাচনে নেত্রীর নির্দেশ মোতাবেক দলীয় প্রার্থীকে বিজয়ী করতে সর্বোচ্চ উজাড় করে দিয়েছি।’

মহেশখালী উপজেলায় আরেক মনোনয়ন প্রত্যাশী মাতারবাড়ির চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ উল্লাহ বলেন, ‘দলীয় সিদ্ধান্তের বাইরে যাওয়ার সুযোগ নেই। এলাকার উন্নয়নে নৌকা প্রতীককে বিজয়ী করাই আমাদের প্রধান লক্ষ্য।’

বিশিষ্টজনরা বলছে, অনেকেই আওয়ামী লীগের মনোনয়ন পেলে বিজয় নিশ্চিত করছেন। তাই মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা বেড়ে গেছে। কিন্তু এক সময় শক্তিশালী প্রার্থী পাওয়া যায়নি। ঢালাওভাবে দলের মনোনয়ন চাওয়ায় দলীয় কোন্দল বাড়তে পারে। তবে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় যেভাবে নতুন মুখ উঠে এসেছে তা অত্যন্ত ইতিবাচক দিক। গত উপজেলা পরিষদ নির্বাচনেও এমন পরিস্থিতি ছিল না।

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান বলেন, ‘তৃণমূলের সমর্থনকে প্রাধান্য দিয়েই মনোনয়ন প্যানেল গঠন করে কেন্দ্রে পাঠানো হবে। যোগ্যরা দলের মনোনয়ন পাবেন।’

উল্লেখ্য যে, আগামী মার্চে উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপে কক্সবাজার জেলায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিগত নির্বাচনের চেয়ে এবারের নির্বাচনে উদীয়মান নেতাদের সংখ্যা বেশি।

এ সম্পর্কিত আরও খবর