উপজেলা নির্বাচন, প্রার্থী নিয়ে বিপাকে সিলেট আ.লীগ

বিবিধ, নির্বাচন

নূর আহমদ, সিনিয়র করেসপন্ডেন্ট, সিলেট, বার্তা২৪.কম | 2023-08-31 06:45:15

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে একক প্রার্থী নির্ধারণের প্রক্রিয়া শুরু করতে গিয়ে প্রথম দিনেই বাধার মুখে পড়েছে সিলেট জেলা আওয়ামী লীগ। এখানে সব উপজেলাতেই আওয়ামী লীগের একাধিক প্রার্থী রয়েছে। এ কারণে প্রথম দিনেই তিনটি উপজেলায় পাল্টা প্রার্থী ঘোষণাসহ মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোম্পানীগঞ্জের উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি ও সাংগঠনিক সম্পাদককে বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) কোম্পানীগঞ্জ ও বিশ্বনাথ বিয়ানীবাজার উপজেলায় বর্ধিত সভার তারিখ নির্ধারণ করে সিলেট জেলা আওয়ামী লীগ। ওই সভায় প্রত্যেক উপজেলা থেকে তিনজন মনোনয়ন প্রত্যাশী প্রার্থীকে নির্বাচন করার নির্দেশ দেয়া হয়। পরে তাদের নাম কেন্দ্রে পাঠাতে বলা হয়। সেই লক্ষ্যে প্রত্যেক উপজেলা থেকে প্রাথমিকভাবে তিনজন প্রার্থীর নাম পাঠানোর লক্ষ্যে বর্ধিত সভার আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ।

প্রথম দিনেই নিজ নির্বাচনী এলাকা থেকে তিনজন মনোনয়ন প্রত্যাশীকে নির্বাচন করেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী। তাদের নাম কেন্দ্রে পাঠানোর ঘোষণা দিয়ে আসেন। এর পরপরই যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী বলয় একই স্থান থেকে আরও তিনজন প্রার্থীর নাম ঘোষণা করেন। বলয়ের পক্ষ থেকেও কেন্দ্রে প্রার্থীর নাম পাঠানোর ঘোষণা দেয়া হয়।

এদিকে প্রার্থী বাছাই করতে গিয়ে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় ঘটে গেছে তুলকালামকাণ্ড। জেলা সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী মনোনয়ন প্রত্যাশীদের সমর্থকদের তোপের মুখে পড়েন। জেলা সাধারণ সম্পাদকের গাড়িতে হামলার মতো পরিস্থিতির সৃষ্টি হয়। পরে পুলিশের শক্ত অবস্থানের কারণে বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। পণ্ড হয়ে যায় বর্ধিত সভা।

এ ঘটনায় রাতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফতাব আলী কালা মিয়া ও সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেনকে দলের শৃঙ্খলা ভঙ্গের দায়ে আওয়ামী লীগ থেকে সাময়িক বহিষ্কার করা হয়। এছাড়া বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায়ও প্রার্থী নির্বাচনে বেশ বেগ পোহাতে হয় জেলার নেতাদের।

জানা গেছে, আজ বুধবার (৩০ জানুয়ারি) বেলা ১১টায় গোলাপগঞ্জ ও কানাইঘাটে, বিকেল ৪টায় জকিগঞ্জ উপজেলায় বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। ৩১ জানুয়ারি বেলা ১১টায় গোয়াইনঘাট, বিকেল ৩টায় সিলেট সদর ও ৪টায় বালাগঞ্জ উপজেলায় বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। ১ ফেব্রুয়ারি দক্ষিণ সুরমা উপজেলায় বিকেল ৩টায় আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। এসব সভায়ও বিশৃঙ্খলা হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ সবগুলো উপজেলায় আওয়ামী লীগের একাধিক প্রার্থী রয়েছে।

সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান জানান, দলের সিদ্ধান্তের বাইরে যারা যাবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। কোম্পানীগঞ্জে মনোনয়ন প্রত্যাশীকে দল থেকে বরখাস্তের ঘটনা এর অনন্য দৃষ্টান্ত বলে উল্লেখ করেন তিনি।

এ সম্পর্কিত আরও খবর