নির্বাচন কমিশনারদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2024-09-04 14:52:58

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের (ইসি) পদত্যাগের দাবিতে ইসি সচিবালয়ের সামনে বিক্ষোভ করেছে ছাত্র-জনতা।

বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে আগারগাঁও তারা নির্বাচন ভবনের সামনে এই বিক্ষোভ করে। তবে মূল গেট বন্ধ করে দেওয়ার কারণে ভেতরে ঢুকতে পারেনি বিক্ষোভকারীরা।

সংস্কার ও ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষে ৫ দফা দাবি করা হয়। বর্তমান সিইসি কাজী হাবিবুল আওয়ালসহ সাবেক সিইসি নূরুল হুদা, রকিব উদ্দিন আহমদ ও আওয়ামী দালাল কর্মকর্তাদের অপসারণের দাবি করা হয়। আন্দোলরতরা নিজেদের ১৭ বছর ধরে ভোটাধিকার বঞ্চিত নাগরিক সমাজের দাবি করেছে।

এদিকে গুঞ্জন শোনা যাচ্ছে, যেকোনো সময় পদত্যাগ করতে পারেন কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। এরই মধ্যে সিইসি এবং অন্য কমিশনারেরা পদত্যাগের সার্বিক প্রস্তুতি সেরেছেন বলে জানিয়েছেন তাদের ঘনিষ্ঠরা।

বর্তমানে সিইসিসহ অন্য কমিশনাররা অফিস করলেও তাদের পদত্যাগের প্রস্তুতিই প্রাধান্য পাচ্ছে বলে জানা গেছে।

এ সম্পর্কিত আরও খবর