আই অ্যাম ব্যাক ইন দ্য রেস: শাফিন আহমেদ

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম | 2023-08-13 12:20:41

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে অংশ নেয়ার জন্য গ্রিন সিগন্যাল পেলেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মাইলস ব্যান্ডের ভোকালিস্ট শাফিন আহমেদ। বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

বুধবার (৬ ফেব্রুয়ারি) মনোনয়নপত্র ফিরে পেয়ে শাফিন তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন ‘আই এম ব্যাক ইন রেইস’।

শনিবার (২ ফেব্রুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ঋণ খেলাপির দায়ে সংগীতশিল্পী শাফিন আহমেদের মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করা হয়। বাতিল হওয়া মনোনয়নপত্র ফিরে পেতে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আবেদন করেন তিনি।

শাফিন জাতীয় পার্টির হয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদের জন্য মনোনয়নপত্র ক্রয় করেছেন।

শাফিনসহ এ পর্যন্ত ছয়জনের মনোনয়নপত্র বৈধতা পেল। তারা হলেন আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম, এনপিপির‘র প্রার্থী মো. আনিসুর রহমান দেওয়ান, পিডিপি‘র প্রার্থী শাহীন খান, এনডিএম এর ববি হাজ্জাজ, স্বতন্ত্র প্রার্থীর মোহাম্মদ আব্দুর রহিম।

তফসিল অনুযায়ী ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভোটগ্রহণ শুরু হবে আগামী ৮ ফেব্রুয়ারি।

এ সম্পর্কিত আরও খবর