আধুনিক ঢাকা গড়ার প্রতিশ্রুতি দিয়ে আতিকের প্রচারণা শুরু

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-07-21 21:43:57

রাজধানীর উত্তরখান শাহ কবির মাজার জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. আতিকুল ইসলাম।

সোমবার (১১ ফেব্রুয়ারি) নেতাকর্মীদের নিয়ে ওই মাজার জিয়ারতে যান তিনি। এরপর ওই এলাকায়ই গণসংযোগে নামেন তিনি।

এ সময় সাংবাদিকদের আতিকুল ইসলাম বলেন, ‘গতকাল (১০ ফেব্রুয়ারি) মার্কা পেয়েছি; আজ (সোমবার, ১১ ফেব্রুয়ারি) উত্তরখান শাহ কবির মাজার জিয়ারতের পর প্রথম গণসংযোগ শুরু করলাম।’

আধুনিক ঢাকা গড়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ঢাকা উত্তরকে আধুনিক সচল করার জন্য আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়েছেন। এরই ধারাবাহিকতায় আমি কাজ করে যাব।

আতিক বলেন, ‘আগামী ২৮ ফেব্রুয়ারি দল-মত নির্বিশেষে আমাকে যদি ভোট দিয়ে জয়যুক্ত করেন, এই ভালোবাসার প্রতিদান হিসেবে আমি আপনাদের নিয়ে সুন্দর ঢাকা শহর উপহার দিব।’

সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে মন্তব্য করে তি‌নি ব‌লেন, ঢাকা একটি ঘনবসতিপূর্ণ এলাকা। এই ঢাকা শহরে যত সংসদ সদস্য রয়েছেন এবং খেটে খাওয়া মানুষ সবাইকে নিয়ে ইনশাআল্লাহ চেষ্টা করব। যেদিন থেকে দায়িত্ব পাব, সেদিন থেকে আমার দায়িত্বে কোনো অবহেলা থাকবে না। আমি সততার সাথে আপনাদের নিয়ে কাজ করব।’

আওয়ামী লীগের মেয়র প্রার্থী বলেন, আমরা যদি মন দি‌য়ে সবাই মিলে একসাথে কাজ করতে পারি; তাহলে অবশ্যই সুশাসন প্রতিষ্ঠা করতে পারব। দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে সবাই‌কে সোচ্চার ক‌রে আপনা‌দের‌কে এক‌টি সুন্দর ঢাকা শহর উপহার দি‌তে পার‌ব।

উল্লেখ্য, আগামী ২৮ ফেব্রুয়ারি ডিএনসিসি মেয়র ও দুই সিটির ১৮টি করে মোট ৩৬টি ওয়ার্ডে নির্বাচন অনুষ্ঠিত হবে। শনিবার (৯ ফেব্রুয়ারি) ছিল প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন। রোববার (১০ ফেব্রুয়ারি) প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

এ সম্পর্কিত আরও খবর