রাজশাহীতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুই প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত

বিবিধ, নির্বাচন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট, রাজশাহী, বার্তা২৪.কম | 2023-08-25 21:36:49

রাজশাহীর মোহনপুর ও বাঘা উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুই প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তারা দু’জনই ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থী।

তারা হলেন- মোহনপুর উপজেলায় অ্যাডভোকেট আবদুস সালাম ও বাঘা উপজেলায় অ্যাডভোকেট লায়েব উদ্দিন লাভলু।

মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে এই দুই উপজেলাতে আর কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় নির্বাচন কমিশন তাদের নির্বাচিত ঘোষণা করেন।

মোহনপুরের অ্যাডভোকেট সালাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিনের দুলাভাই।

অন্যদিকে, বাঘা উপজেলা পরিষদ নির্বাচনে দুই প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় চেয়ারম্যান পদে একমাত্র প্রার্থী হিসেবে অ্যাডভোকেট লায়েব উদ্দিন লাভলুকে নির্বাচিত ঘোষণা করা হয়।

রাজশাহী জেলার নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে দুই উপজেলাতে একজন করে প্রার্থী অবশিষ্ট থাকেন। ফলে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত বলে গণ্য হন।

এদিকে, রাজশাহীতে উপজেলা পরিষদ নির্বাচন থেকে তিন চেয়ারম্যান প্রার্থীসহ আটজন সরে দাঁড়িয়েছেন। মনোনয়নপ্রত্র প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার তারা স্ব স্ব রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন প্রত্যাহারের আবেদন করেন।

চেয়ারম্যান পদ থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন পুঠিয়ার স্বতন্ত্র প্রার্থী মোখলেসুর রহমান মন্টু, বাঘা উপজেলার বিএনপি নেতা আবদুল্লাহ আল মামুন, জাতীয় পার্টির সামশুদ্দিন রিন্টু ও বাগমারার বিএনপি নেতা ডিএম জিয়াউর রহমান।

ভাইস-চেয়ারম্যান পদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন বাঘার মোখলেসুর রহমান মুকুল ও মহিদুল ইসলাম। এদের মধ্যে মুকুল উপজেলা বিএনপির নেতা।

এদিকে মহিলা ভাইস-চেয়ারম্যান পদের নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বাঘার প্রার্থী ফারহানা দিল আফরোজ রুমি ও মোহনপুরের নাজমা বিবি। মোহনপুরে মহিলা ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী নাজমা বিবি মনোনয়নপত্র প্রত্যাহার করায় একক প্রার্থী হয়ে আছেন সানজিদা রহমান।

এছাড়া বাগমারায় বর্তমান মহিলা ভাইস-চেয়ারম্যান নাসিমা আক্তার বাবুলেরও কোনো প্রতিদ্বন্দ্বী নেই। মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে প্রতিদ্বন্দ্বীরা প্রার্থিতা হারালে একক প্রার্থী থাকেন বাবুল। গোদাগাড়ীর মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী সুফিয়া খাতুন মিলিরও কোনো প্রতিদ্বন্দ্বী নেই।

উপজেলা মহিলা আওয়ামী লীগের এই সভাপতির সঙ্গে ভোট করতে কেউ মনোনয়নপত্রই তোলেননি। ফলে দুই চেয়ারম্যান ও তিন মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

হাইকোর্টের নির্দেশে রাজশাহীর পবা উপজেলায় নির্বাচন এক বছরের জন্য স্থগিত হয়ে গেছে। পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে আগামী ১০ মার্চ ভোট হচ্ছে বাকি আট উপজেলায়। এতে অংশ নিতে তিন পদের বিপরীতে আট উপজেলা থেকে মনোনয়নপত্র তোলেন ৯০ জন।

এদের মধ্যে ১৬ জনের মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে বাতিল হয়ে যায়। আর প্রত্যাহার করে নিলেন ৮ জন। এখন নির্বাচনে থাকলেন ৬৬ জন। তবে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় এদের মধ্যে পাঁচজনের ভোট করার কোনো প্রয়োজন পড়ছে না।

রিটার্নিং কর্মকর্তা জুলকার নায়ন ও সাইফুল ইসলাম জানান, বুধবার প্রার্থিদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে। তারপর যেসব প্রার্থীর প্রতিদ্বন্দ্বী নেই তাদের ব্যাপারে ঢাকায় নির্বাচন কমিশনকে জানানো হবে। সেখান থেকে তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে।

এ সম্পর্কিত আরও খবর