চট্টগ্রামের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন ৫ উপজেলা চেয়ারম্যান

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম, বার্তা২৪.কম | 2023-08-12 21:58:17

চট্টগ্রামের সাত উপজেলার মধ্যে পাঁচজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। এর মধ্যে মিরসরাইয়ে মো. জসিম উদ্দিন, সন্দ্বীপে মো. শাহাজাহান, সীতাকুণ্ডে এসএম আল মামুন, রাউজানে একেএম এহছানুল হায়দার চৌধুরী বাবুল, রাঙ্গুনিয়ায় খলিলুর রহমান চৌধুরী, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। ফটিকছড়ি ও হাটহাজারীতে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে।

বুধবার (২০ ফেব্রুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই করে উক্ত প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।

সাত উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬৩টি মনোনয়নপত্র জমা পড়ে।

সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান বার্তা২৪.কম-কে বলেন, 'পাঁচজন চেয়ারম্যান, একজন ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান দুইজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন।'

এদিকে যাচাই বাছাই শেষে ফটিকছড়ির এম রেজাউল করিম দ্বীনু, হাটহাজারীতে ভাইস চেয়ারম্যান পদে সৈয়দ মোস্তফা আলম ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নুসরাত জাহান, রাঙ্গুনিয়ায় ভাইস চেয়ারম্যান পদে মো. মিরসরাইয়ে ভাইস চেয়ারম্যান পদে আবুল হোসেন, শাহাদাত হোসেন তালুকদার ও ফজলুল ইসলাম এবং সন্দ্বীপে ভাইস চেয়ারম্যান পদে মো. মাঈন উদ্দীনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে।

ফটিকছড়ি দলীয় প্রার্থী নাজিম উদ্দিন মুহুরী এর সাথে বিদ্রোহী প্রার্থী রয়েছেন এইচএম আবু তৈয়ব ও হাটহাজারীতে দলীয় প্রার্থী রাশেদুল আলমের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হয়েছেন আবুল মুনচুর চেয়ারম্যান পদে লড়াই করছেন।

তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপে ১৮ মার্চ এসব উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ২৭ ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।

এ সম্পর্কিত আরও খবর