আগের নির্বাচনী ব্যবস্থা ফিরিয়ে আনাই প্রধান চ্যালেঞ্জ: নির্বাচন কমিশনার

, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2025-01-26 14:40:31

আগের নির্বাচনী ব্যবস্থা ফিরিয়ে আনাই প্রধান চ্যালেঞ্জ: নির্বাচন কমিশনার

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, এবারের নির্বাচনের প্রধান চ্যালেঞ্জ হবে হারানো নির্বাচনী ব্যবস্থা ফিরিয়ে আনা। নির্বাচন কমিশন এ সুযোগ হারাতে চায় না বলেও উল্লেখ করেন তিনি।

রোববার (২৬ জানুয়ারি) সকালে রংপুরে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার বলেন, বিগত সময়ে প্রিজাইডিং ও পোলিং অফিসারা ঠিকভাবে কাজ করতে পারেনি। তবে এবার নিরপেক্ষ মানুষদের দায়িত্ব দেয়া হবে এবং ক্ষমতায়ন করা হবে। একইসাথে সমভাবে ভোট আয়োজনের জন্য সকল পদক্ষেপ গ্রহণ করা হবে। 

এসময় শুধু এনআইডি সংশোধনের জন্য ৩ লাখ ৮৮ হাজার আবেদন পেন্ডিং আছে উল্লেখ করে নির্ভুল ভোটার তালিকা প্রস্তুত ও এনআইডিতে সঠিক তথ্য নিশ্চিত করতে সতর্কভাবে কাজ করার নির্দেশ দেন নির্বাচন কমিশনার।

এই মতবিনিময় শেষে নতুন ভোটারদের তথ্য সংগ্রহ কার্যক্রম পরিদর্শন করেন নির্বাচন কমিশনার।

এ সম্পর্কিত আরও খবর

right arrow