সিটি নির্বাচনে সব দলের না আসা 'অস্বস্তিকর': সিইসি

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম | 2023-08-16 19:32:03

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচন এবং দুই সিটি করপোরেশনে নতুন যুক্ত ৩৬টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচনে সব দলের অংশ না নেয়া 'অস্বস্তিকর' বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা।

বুধবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, 'সব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করেননি, এতে আমাদের কিছু করার নেই। এটি তাদের রাজনৈতিক সিদ্ধান্ত। দলগুলো নির্বাচনে অংশ না নেয়া আমাদের প্রতি অনাস্থা নয়। তবে সব দলের নির্বাচনে অংশ না নেয়া আমাদের জন্য অস্বস্তিকর।'

সিইসি বলেন, 'ভোট প্রিজাইডিং অফিসার যদি মনে করে পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে, তিনি ভোট বন্ধ করে শুধু আমাদের জানাবেন। ক্ষমতা রিটার্নিং অফিসারের কাছে। আর যদি সামগ্রিকভাবে কোন এলাকায় ব্যাপকভাবে নিয়ন্ত্রণ না থাকে তাহলে রিটার্নিং অফিসার আমাদের কাছে অনুমতি চাইবে। পরে কমিশন যদি মনে করে গোটা এলাকায় ভোট বন্ধ করা দরকার, তাহলে কমিশন গোটা এলাকার ভোট বন্ধ করতে পারে।'

নূরুল হুদা বলেন, 'উত্তরের উপনির্বাচন ও উত্তর-দক্ষিণের সংযুক্ত ওয়ার্ডগুলোর নির্বাচনে ভোটারদের পছন্দের প্রার্থীদের ভোট দেয়ার অনুরোধ জানাই। এজেন্টদের নির্বাচনে কেন্দ্রে উপস্থিত থেকে ভোট পর্যবেক্ষণ করা ও ফলাফলের কপি নিয়ে কেন্দ্র থেকে বের হওয়ার অনুরোধ জানাই। আমরা চাই একটি সুষ্ঠু নির্বাচন।'

তিনি আরও বলেন, 'কোন সদস্যের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হবে। অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। কোন কেন্দ্রে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে তাৎক্ষণিক ভোট স্থগিত হবে। নির্বাচন, এই নির্বাচন এক বছর মেয়াদী, মানুষের আগ্রহ কম থাকতে পারে, আমরা চাই সকলে আসুক। তবে সব দল না আসা অস্বস্তিকর।'

এ সময় ইসি সচিব হেলালুদ্দিন আহমদ বলেন, 'ভোটের দিন নির্বাচনী এলাকায় সরকারি অফিস আদালত বন্ধ থাকবে। প্রধান প্রধান সড়কগুলোতে যান চলাচল করবে। ইমারজেন্সি যে কোন যান চলাচল করতে পারবে। এছাড়াও কমিশনের স্টিকার সম্বলিত গাড়ি চলাচল করতে পারবে। তবে পরীক্ষার্থীদের যানবাহনের ক্ষেত্রে প্রবেশপত্র দেখিয়ে তারা নির্বাচনী এলাকায় চলাচল করতে পারবেন।'

এ সম্পর্কিত আরও খবর