পটুয়াখালী পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু

বিবিধ, নির্বাচন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-21 04:20:31

পটুয়াখালী পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত এ নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচনে ২১টি কেন্দ্রে ১২৯টি কক্ষে মোট ৪৫ হাজার ১৪৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ২১ হাজার ৮২২ জন পুরুষ এবং ২৩ হাজার ৩২২ জন মহিলা ভোটার।

এদিকে নির্বাচনকে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের প্রস্তুতি আগেই সম্পন্ন করেছে। সকালেই ভোট কেন্দ্র গুলোতে নির্বাচন সামগ্রী বিতরণ ও বিশেষ নিরাপত্তায় ব্যালট পেপার পৌঁছে দেয়া হয়েছে।

নির্বাচনে প্রতিটি কেন্দ্রে ১৫ জন পুলিশ এবং ১৪ জন আনসার সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। এছাড়া প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছেন।

নির্বাচন পর্যবেক্ষণের জন্য প্রতিটি ওয়ার্ডে একজন কর্মকর্তা নির্বাচন কমিশনের প্রতিনিধি হিসেবে দায়িত্বে আছেন।

পুলিশের ১৫টি টহল টিম, র‍্যাবের ২টি টহল টিম এবং বিজিবির ৩টি টহল টিম কাজ করছে।

এ নির্বাচনে মেয়র পদে ৫ জন কাউন্সিলর পদে ৪৩ জন এবং মহিলা কাউন্সিলর পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ সম্পর্কিত আরও খবর