অনিয়মের অভিযোগে পূর্বধলার ওসিকে প্রত্যহার

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 14:41:54

আসন্ন পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে অনিয়মের অভিযোগে নেত্রকোনা জেলার পূর্বধলা থানার অফিসার ইনচার্জকে (ওসি) প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (৬ মার্চ) ওসি প্রত্যাহারের নির্দেশনাটি ময়মনসিংহ উপ-মহপুলিশ পরিদর্শককে পাঠিয়েছেন ইসির সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান।

নির্দেশনায় বলা হয়েছে, নেত্রকোনা জেলার পূর্বধলা থানার অফিসার ইনচার্জ বিল্লাল উদ্দিনকে জরুরি প্রত্যাহারের নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একইসঙ্গে তাকে প্রত্যাহার করে উপযুক্ত কর্মকর্তাকে পদায়ন করে ইসিকে অবহিত করতে বলা হয়েছে।

একইসঙ্গে চন্দনাইশের উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) প্রত্যাহারের বিষয়ে মতামত চেয়েছে ইসি।

এদিকে চট্টগ্রাম জেলা প্রশাসককে পাঠানো নির্দেশনায় চন্দনাইশের ইউএনওকে প্রত্যাহারের বিষয়ে মতামত দিতে নির্দেশনা দিয়েছে ইসি। নির্দেশনায় বলা হয়েছে, চন্দনাইশের উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী একেএম নাজিম উদ্দিন ইউএনওকে প্রত্যাহারের জন্য অনিয়মের অভিযোগ দিয়েছে। এ বিষয়ে তিন কার্যদিবসের মধ্যে মতামত দেওয়ার জন্য বলেছে কমিশন। অসৌজন্যমূলক আচরণ এবং পক্ষপাতিত্ব করার আশঙ্কা থেকে তাকে সরিয়ে দেওয়ার আবেদন জানিয়েছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাজিম উদ্দিন।

এ সম্পর্কিত আরও খবর