রাজশাহীর তানোরে নির্বাচনের ফল বাতিলের দাবিতে বিক্ষোভ

বিবিধ, নির্বাচন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট, রাজশাহী, বার্তা২৪.কম | 2023-08-27 02:44:36

রাজশাহী তানোর উপজেলা পরিষদ নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ঘোষিত ফল বাতিলের দাবিতে বিক্ষোভ-সমাবেশ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীরা। একই দাবিতে তারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও দিয়েছেন।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল থেকে জেলা ও মহানগর ওয়ার্কার্স পার্টির নেতারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের শহীদ মিনারে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। বিক্ষোভ শেষে দুপুরে তারা জেলা প্রশাসক এসএম আবদুল কাদেরকে স্মারকলিপি দেন। সেখানে তারা নির্বাচনের ফল বাতিল ঘোষণা করেন পুনঃনির্বাচন দাবি করেন।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ওয়ার্কার্স পার্টির সভাপতি লিয়াকত আলী লিকু, সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু, জেলা সাধারণ সম্পাদক আশরাফুল হক তোতা, তানোর উপজেলা নির্বাচনে ওয়ার্কার্স পার্টি মনোনীত পরাজিত চেয়ারম্যান প্রার্থী শরিফুল ইসলাম প্রমুখ।

ওয়ার্কার্স পার্টির রাজশাহী জেলার সাধারণ সম্পাদক আশরাফুল হক তোতা অভিযোগ করে বলেন, 'প্রশাসনের প্রত্যক্ষ সহযোগিতায় ভোটে কারচুপি করে নৌকার প্রার্থীকে তানোর উপজেলা চেয়ারম্যান পদে বিজয়ী করা হয়েছে। এর প্রমাণ আমাদের কাছে আছে। এর সঙ্গে প্রশাসনের লোকজনই জড়িত।'

জানতে চাইলে জেলা প্রশাসক এসএম আব্দুল কাদের বলেন, 'যদি প্রমাণ পাওয়া যায়, তাহলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।'

গত ১০ মার্চ পঞ্চম উপজেলা নির্বাচনের প্রথম ধাপে অনুষ্ঠিত হয় তানোরের নির্বাচন। নির্বাচনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী লুৎফর হায়দার রশিদ ময়না।

নির্বাচনে ওয়ার্কার্স পার্টির শরিফুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করেন। ওয়ার্কার্স পার্টির অভিযোগ, কারচুপি করে শরিফুল ইসলামকে ৩৫৪ ভোটে পরাজিত করা হয়েছে। এ নিয়ে সংবাদ সম্মেলনও করে দলটির নেতারা।

এ সম্পর্কিত আরও খবর