শ্রীমঙ্গলে ভোটারদের উপস্থিতি কম

বিবিধ, নির্বাচন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, মৌলভীবাজার, বার্তা২৪.কম | 2023-08-22 04:48:46

পঞ্চম উপজেলা নির্বাচনে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভোটারদের উপস্থিতি একেবারেই কম। সোমবার (১৮ মার্চ) সকাল ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত উপজেলার পাঁচটি ভোটকেন্দ্রে ভোট পড়েছে ৪৩৫টি। এসব কেন্দ্রে মোট ভোটার ১৩ হাজার ৯৫৩ জন।

সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হলেও কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি ছিল না বললেই চলে। সকাল ৯টা ৪৫ মিনিট পর্যন্ত শহরের উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে মোট ভোট পড়েছে ২১টি। এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা দুই হাজার ২৯২ জন। কেন্দ্রটিতে নিরাপত্তাকর্মী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের অলস সময় কাটাতে দেখা গেছে।

সকাল ৯টা ৫৫ মিনিট পর্যন্ত শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে গিয়ে দেখা যায়, মোট ভোট পড়েছে ১৩৩টি। এ কেন্দ্রের ভোটর সংখ্যা দুই হাজার ৩১৮ জন।

ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে সকাল ১০টা ৫মিনিট পর্যন্ত ভোট পড়েছে ১৩৪টি। এ কেন্দ্রে মোট ভোটার তিন হাজার ৮৯৩ জন।

সকাল ১০টা ১৫ মিনিট পর্যন্ত শ্রীমঙ্গল পৌরসভা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে দুই হাজার ১০০ জন ভোটারের মধ্যে ভোট পড়েছে ৯৭টি।

সকাল ১০টা ৩০ মিনিট পর্যন্ত বীর শ্রেষ্ঠ নুর মোহাম্মদ বর্ডার গার্ড প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে তিন হাজার ৩৫০ ভোটারের মধ্যে মোট ভোট পড়েছে ৫০টি।

এসব কেন্দ্রে ভোটারদের কোনো লাইন ছিল না। জানতে চাইলে উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার সঞ্চিত কুমার দাস জানান, ভোটার উপস্থিতি খুব কম। বেলা ঘনিয়ে আসার সাথে ভোটার উপস্থিতি বাড়তে পারে।

একই কেন্দ্রে নৌকার প্রার্থীর এজেন্ট উপজেলা আওয়ামী লীগের নেতা মো: ইউসুফ আলী জানান, উপজেলাব্যাপী ভোটার উপস্থিতি একেবারেই কম।

এছাড়া এ রিপোর্ট লেখা পর্যন্ত উপজেলার মোট ৮০ টি ভোট কেন্দ্রে কোন ধরনের গোলযোগের খবর পাওয়া যায়নি।

এ সম্পর্কিত আরও খবর