দল বেধে আসছেন নারী ভোটাররা

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর, বার্তা২৪.কম | 2023-08-27 13:13:47

শান্তিপূর্ণ পরিবেশে রংপুরের ছয়টি উপজেলাতে চলছে ভোটগ্রহণ। উপস্থিতি কম হলেও দল বেধে কেন্দ্রে আসছেন নারী ভোটাররা। পীরগাছা উপজেলার বেশ কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।

সোমবার (১৮ মার্চ) সকাল ৮টা থেকে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। তবে কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি কম রয়েছে। এতে হতাশা দেখা গেছে প্রিসাইডিং কর্মকর্তাদের মধ্যে। ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এদিকে পুরুষ ভোটার তেমন চোখে না পড়লেও রংপুর পীরগাছা উপজেলার অন্নদানগর শাহ আলম কুদরুতিয়া দাখিল মাদরাসা, রংনাথ মকবুলিয়া দাখিল মাদরাসা, ঝিনিয়া ধনিরবাজার উচ্চ বিদ্যালয়, জয়সেন ধনিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, মমিন বাজার উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রসহ এর আশপাশের গ্রামের রাস্তায় রাস্তায় নারীদের দল বেধে কেন্দ্রে যেতে দেখা গেছে।

সতদরগা বাজার এলাকার নারী ভোটার রোজিনা, ফরিদা, আবেদা, আঞ্জুমান এক সঙ্গে ভোট দিতে এসেছিলেন। তারা বার্তা২৪.কমকে জানান, বাড়ির কাজ শেষ করে এসেছেন। দল বেধে এসে ভোট দিতে তাদের ভালো লাগে।

রংনাথ মকবুলিয়া দাখিল মাদরাসা কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মুসফেক-উস-সালেহীন বলেন, ‘আমার কেন্দ্রে মোট ভোটার ৩০৮০ জন। এর মধ্যে নারী রয়েছে ১ হাজার ৫৭৬ জন। দুপুর ১টা পর্যন্ত ২০ ভাগ ভোটগ্রহণ হয়েছে। এরমধ্যে নারী ভোটাররাই বেশি ভোট দিয়েছেন।’

রংপুরের পীরগাছার ৮টি ইউনিয়নের ৮৩টি কেন্দ্রের ৫৯০টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এই উপজেলায় ২ লাখ ২২ হাজার ২৭৪ জন ভোটার। এরমধ্যে পুরুষ ভোটার রয়েছে ১ লাখ ৮ হাজার ৬৯৪ এবং নারী ভোটার ১ লাখ ১১ হাজার ৫৮০ জন।

চরাঞ্চল ঘেরা পীরগাছা উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের আব্দুল্লাহ আল মাহমুদ মিলন ও জাতীয় পার্টির মাহবুবুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী থাকলেও মহিলা ভাইস চেয়ারম্যান পদে কোনো প্রার্থী না থাকায় প্রাথমিকভাবে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন তানজিলা আফরোজ।

এ সম্পর্কিত আরও খবর