স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর ওপর হামলা

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম, বার্তা২৪.কম | 2023-08-16 00:32:54

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হোসাইন মো. আবু তৈয়বের ওপর ভোটকেন্দ্রে হামলার অভিযোগ করেছেন তার সমর্থকরা। এতে আরও দুই জন আহত হয়েছেন বলে জানান তারা।

সোমবার (১৮ মার্চ) দুপুর ২টার দিকে ফটিকছড়ি পৌরসভার উত্তর রাঙামাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন- ফটিকছড়ি দক্ষিণ রাঙামাটির ইদ্রিসের ছেলে নাছির (১৮) ও একই গ্রামের মোহাম্মদ মুন্সীর পাড়ার আবুল কালাম ছেলে আলাউদ্দীন আজাদ (২৪)।

ঘটনার প্রত্যক্ষদর্শী চেয়ারম্যান প্রার্থী হোসাইন মো. আবু তৈয়বের সমর্থক নাজিম উদ্দীন বলেন, ‘মো. আবু তৈয়ব কেন্দ্র পরিদর্শন আসলে চেয়ারম্যান প্রার্থী (নৌকা প্রতীক) নাজিম উদ্দিন মহুরী সমর্থকরা আবু তৈয়বের ওপর হামলা চালান। এতে আমাদের দুই জন সমর্থক আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়েছে।’

উত্তর রাঙামাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার মনিরুল ইসলাম বার্তা২৪.কম-কে বলেন, ‘কেন্দ্রের ভেতরে কোনো ধরণের সমস্যা হয়নি। কেন্দ্রের বাইরে চেয়ারম্যান প্রার্থী হোসাইন মো. আবু তৈয়ব আসলে চারপাশে উত্তেজনা সৃষ্টি হয়।’

পরে ম্যাজিস্ট্রেট পুলিশ নিয়ে এসে পরিবেশ শান্ত করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত কেন্দ্রে ভোটগ্রহণ চলছে।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জুবায়ের বলেন, ‘একটু উত্তেজনা সৃষ্টি হয়েছিল। আমরা ঐ কেন্দ্রে উপস্তিত হলে পরিস্তিতি শান্ত হয়ে যায়।’

এ সম্পর্কিত আরও খবর