‘ইভিএম কেন্দ্রে কেউ অনিয়মের সুযোগ পায়নি’

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা ২৪.কম | 2023-08-31 11:47:34

চারটি উপজেলার সব কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হওয়ায় সেখানে কেউ অনিয়মের সুযোগ পায়নি বলে জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম।

রোববার (২৪ মার্চ) নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘রংপুর সদর, গোপালগঞ্জ সদর, মানিকগঞ্জ সদর ও মেহেরপুর সদর এই চারটি উপজেলায় ইভিএমে ভোটগ্রহণ করা হয়েছে। এতে মোট ৩৪০টি কেন্দ্রে ২ হাজার ২১৩টি ভোটকক্ষে ভোটগ্রহণ করা হয়েছে। প্রযুক্তি সহায়তায় ভোটগ্রহণ করায় এইসব কেন্দ্রে কোনো প্রকার অনিয়মের সুযোগ কেউ পায়নি। মানুষ ইভিএমে ভোট দিয়ে আনন্দ পেয়েছে।’

তিনি আরও বলেন, ‘ইভিএমের ভোট হওয়ায় চার উপজেলার কোথাও কেউ ভোট ছিনতাই বা অনিয়মের কোন চেষ্টাই করতে পারেনি। আমরা ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে ভোটার শনাক্ত করেছি, তাই অনিয়মের কোন সুযোগ ছিলনা।’

বিকাল চারটায় ভোট শেষ হওয়ার দেড় ঘণ্টা পরেও কেন ইভিএমের ফলাফল জানানো যাচ্ছে না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা ভোট শেষ হওয়ার ১০ মিনিটের মধ্যেই ইভিএমের ফলাফল প্রিন্ট দিতে পারি। কিন্তু চারটায় ভোট শেষ হওয়ার কথা থাকলেও ভোটকেন্দ্রের চৌহদ্দির মধ্যে বিকাল ৪টার পরও ভোটার থাকেন। আইন অনুযায়ী, তাদের ভোট নিতে হয়। এছাড়া ফলাফল সমন্বয় করে কেন্দ্রগুলো থেকে রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠাতেও কিছুটা সময় লাগে। তাই একটু বিলম্ব হয়।’

এ সম্পর্কিত আরও খবর