কুমিল্লার তিতাসে ভোটগ্রহণ স্থগিত

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা ২৪.কম | 2023-08-18 10:16:10

অনিয়মের অভিযোগে কুমিল্লার তিতাস উপজেলার সকল কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

রোববার (৩১ মার্চ) বেলা সাড়ে ৩টায় ভোট গ্রহণের আগে ওই কেন্দ্র স্থগিত করা হয়। নির্বাচন কমিশনের উপসচিব আতিয়ার রহমান বার্তা২৪.কমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

কমিশনের এক নির্দেশনায় বলা হয়েছে, কুমিল্লা জেলার তিতাস উপজেলার নির্বাচনে ভোট কেন্দ্রে অনিয়মের কারণে ন্যায় সঙ্গত, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনা সম্ভব নয় মর্মে কমিশনের কাছে প্রতিয়মান হয়েছে। ফলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই উপজেলার নির্বাচন স্থগিত রাখার জন্য কমিশন আদেশ প্রদান করেছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদা আক্তার গণমাধ্যমকে জানান, রাতে ব্যালটে সিল, কেন্দ্র দখলের চেষ্টা এবং উভয় পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার অভিযোগে ভিটিকান্দি ইউনিয়নের দাসকান্দি ও ভিটিকান্দি এবং কড়িকান্দি ইউনিয়নের বন্দরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে।

পঞ্চম উপজেলা পরিষদের চতুর্থ ধাপের রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। এ ধাপে ২২ জেলার ১০৭টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৬টি জেলার সদর উপজেলায় ইলেক্ট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর