বাগেরহাটে চেয়ারম্যান হলেন যারা

বিবিধ, নির্বাচন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বাগেরহাট, বার্তা২৪.কম | 2023-08-31 00:22:18

বাগেরহাটে অনুষ্ঠিত চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে তিনটি উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।

রোববার (৩১ মার্চ) রাতে মোল্লাহাট, মোড়েলগঞ্জ ও ফকিরহাট উপজেলার সহকারী রিটানিং কর্মকর্তারা ভোট গনণা শেষে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন।

এর আগে বাগেরহাট জেলার নয়টি উপজেলার মধ্যে ছয়টি উপজেলায় আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নির্বাচিত প্রার্থীদের মধ্যে মোল্লাহাট উপজেলায় আওয়ামী লীগের প্রার্থী শাহিনুল আলম ছানা ৫৪ হাজার ৭১৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন, তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোতাহার হোসেন মোল্লা পেয়েছেন মাত্র ২ হাজার ৭৭১ ভোট। ফকিরহাট উপজেলায় আওয়ামী লীগের প্রার্থী স্বপন দাস ৭৪ হাজার ৯৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন, তার প্রতিদ্বন্ধী ওয়াকার্স পার্টির প্রার্থী নুর মোহাম্মদ পেয়েছেন ১ হাজার ৩৭৯ ভোট। মোড়েলগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের প্রার্থী মো. শাহ ই আলম বাচ্চু ৩৫ হাজার ৬৩২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্ধী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান বাবুল পেয়েছেন ১৬ হাজার ৩৯৭ ভোট।

এর আগে বাগেরহাটের ছয়টি উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে নির্বাচিত হওয়া চেয়ারম্যানরা হলেন, বাগেরহাট সদর উপজেলায় সরদার নাসির উদ্দিন (আ.লীগ), শরণখোলা উপজেলায় কামাল উদ্দিন আকন (আ.লীগ), চিতলমারী উপজেলায় অশোক বড়াল (আ.লীগ), রামপাল উপজেলায় শেখ মোয়াজ্জেম হোসেন (আ.লীগ), মোংলা উপজেলায় আবু তাহের হাওলাদার (আ.লীগ) ও কচুয়া উপজেলায় এস এম মাহফুজুর রহমান (আ.লীগ)।

এ সম্পর্কিত আরও খবর