দলীয় প্রতীকেও স্থানীয় নির্বাচন নির্দলীয় করা সম্ভব- ইসি সচিব

বিবিধ, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-09-01 04:27:07

যদি রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা থাকে, তাহলে দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের আইন রেখেও নির্দলীয়ভাবে নির্বাচন করা সম্ভব বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।

বৃহস্পতিবার (৯ মে) দুপুরে নির্বাচন ভবনে পঞ্চম ধাপের উপজেলা নির্বাচনের প্রস্তুতি বিষয়ে ব্রিফিংকালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

হেলালুদ্দীন আহমদ বলেন, ‘কমিশনের পরামর্শ জাতীয় সংসদে ব্যবহৃত প্রতীক স্থানীয় সরকার নির্বাচনে ব্যবহার না করার। ইতোমধ্যে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। তবে দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের আইন রেখেও নির্দলীয়ভাবে করা সম্ভব। এক্ষেত্রে রাজনৈতিক দলের সদিচ্ছার বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

কমিশন ইভিএম-এর সক্ষমতা বাড়াতে জোর দিচ্ছে জানিয়ে সচিব বলেন, ‘ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) সক্ষমতা বাড়াতে জোর দিচ্ছে কমিশন। ভবিষ্যতে সকল পৌর নির্বাচনে ইভিএম ব্যবহার হবে, যেখানে ব্যালট পেপারে ভোটগ্রহণ হবে, সেই পৌরসভায় সকালে যাবে ব্যালট।’

পঞ্চম ধাপে ১৭ উপজেলার নির্বাচনের মধ্যে ছয়টি উপজেলায় ইভিএমে ভোট হবে বলেও জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর