আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন পরিচালনার জন্য দলের দুই জ্যেষ্ঠ নেতাকে দায়িত্ব দিয়েছে আওয়ামী লীগ।
ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) দলের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ ও ঢাকা দক্ষিণ সিটিতে (ডিএসসিসি) উপদেষ্টা পরিষদের আরেক সদস্য আমির হোসেন আমুকে টিম লিডার করে নির্বাচন পরিচালনা কমিটি অনুমোদন করা হয়েছে।
শুক্রবার (৩ জানুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সদস্যদের নিয়ে অনুষ্ঠিত এক যৌথসভায় এ দুই কমিটির অনুমোদন দেওয়া হয়।
তোফায়েল আহমেদের সঙ্গে সদস্য সচিব থাকছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি এবং আমির হোসেন আমুর সঙ্গে সদস্য সচিব থাকছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। এ দুই কমিটি পরে আরো সদস্য বাড়িয়ে নির্বাচন পরিচালনা কমিটি চূড়ান্ত করবে।
শুক্রবার বিকেলে দক্ষিণ সিটি নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ও দক্ষিণ সিটি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বার্তা২৪.কমকে বলেন, ইতোমধ্যে আমরা ৭১ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি চূড়ান্ত করেছি। সেটি অনুমোদন হয়ে আমাদের হাতে চলে এসেছে। রোববার আমরা সভা ডেকেছি।