‘বিএনপি নেতারা প্রচারণা চালাতে পারলে আমরা কেন নয়’

বিবিধ, নির্বাচন

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-24 18:31:12

বিএনপির প্রার্থীর পক্ষে ব্যারিস্টার মওদুদ আহমদ ও খন্দকার মোশাররফ হোসেন নির্বাচনী প্রচারণায় যেতে পারলে আমরা কেন পারব না- এমন প্রশ্ন রেখেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য তোফায়েল আহমেদ।

তিনি বলেন, আমরা মঙ্গলবার (৭ জানুয়ারি) নির্বাচন কমিশনে যাব। এটা কেমন লেভেল প্লেইং ফিল্ড? তারা পারলে আমরা সংসদ সদস্যরা কেন পারব না?

সোমবার (৬ জানুয়ারি) সকালে মেয়র প্রার্থী আতিকুল ইসলামের বনানীর নির্বাচন সমন্বয় কার্যালয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, আমরা নির্বাচনটাকে গুরুত্ব সহকারে নিয়েছি। ঢাকার মানুষ দেখবে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। আমরা ঘরে ঘরে যাব। সম্মিলিতভাবে কাজ করে বিজয় নিয়ে ফিরবো।

তোফায়েল আহমেদ বলেন, আমরা ঘরে ঘরে যাব, ভোটারদের কাছে যাব, আমাদের টার্গেট জেতা, বিএনপি'র টার্গেট নির্বাচন বিতর্কিত করা। নালিশ তাদের মজ্জাগত সমস্যা। আমরা নালিশ করতে চাই না। আমরা ১১ জানুয়ারি থেকে ভোটের দুই দিন আগ পর্যন্ত মাঠেই থাকতে চাই। মানুষ আমাদের ভোট দেবে আমরা বিজয়ী হতে চাই।

ইভিএম প্রসঙ্গে বিএনপি'র অভিযোগের বিষয়ে বলেন, ইভিএম নিয়ে আমাদের কোন মন্তব্য নেই, সেটা নির্বাচন কমিশন দেখবে। তারা বন্ধ করলে করবে। আসলে বিএনপি কোন নির্বাচনের আগে বলেছে নির্বাচন সুষ্ঠ হবে? তারা তো সব সময় বলে নির্বাচনে কারচুপি হবে। এটা তাদের মজ্জাগত সমস্যা।

অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, প্রচার সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, শিক্ষা বিষয়ক সম্পাদক অসিম কুমার উকিল, মেয়র প্রার্থী আতিকুল ইসলাম আতিক, নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এ মান্নান কচি প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর