যেকোনও সমস্যায় আমি আপনাদের সাথে আছি: ইশরাক

, নির্বাচন

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-27 01:58:16

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেন নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, আমি নিজে আপনাদের পাশে থাকব। যেকোনও সমস্যায় আমি আপনাদের সাথে আছি।

শনিবার (১১ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে কমলাপুর রেলস্টেশন থেকে দ্বিতীয় দিনের মতো প্রচারণা শুরু করার আগে তিনি একথা বলেন।

শীতের সকালে গণসংযোগে নেতাকর্মীদের উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আসন্ন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ব্যক্তি ইশরাক কিছুই না। এটা একটি দলের লড়াই, ধানের শীষের লড়াই। এটা মুক্তির লড়াই, আমাদের নেত্রীকে জেল থেকে বের করার লড়াই। আপনারা যদি দেশে শান্তি ফিরে পেতে চান, আপনাদের ভোটাধিকার ফিরে পেতে চান, আপনারা যদি গণতন্ত্রকে রক্ষা করতে চান এবং দুর্নীতির যে মহোৎসব হচ্ছে তা থেকে মুক্তি পেতে চান, তাহলে জোরালোভাবে মাঠে থাকতে হবে। কোনোভাবেই আপনারা ভয় পাবেন না। ইনশাআল্লাহ জয় আমাদের হবেই।

তিনি বলেন, আমি নিজে আপনাদের পাশে থাকব। যেকোনো সমস্যায় আমি আপনাদের সাথে আছি। আমরা পুলিশকে ভয় পাই না। আমরা মুক্তিযোদ্ধার জাতি। গত ১৩ বছর তারা ক্ষমতায় রয়েছে আমরা তো দেখেছি তারা কি করতে পারে তাদের কোনো জনসমর্থন নেই। তাদের পাশে আজ ভোটাররা নেই। এইজন্য তারা প্রশাসনকে ব্যবহার করে এই নির্বাচনের ফলাফলকে পাল্টে দেয়ার চেষ্টা করছে। আমরা শহীদ জিয়ার সৈনিকেরা এর দাঁতভাঙা জবাব দিব।

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, আপনারা জানেন যে এখন অবশ্যই একটি পরিবর্তন আনতে হবে। এই সরকারের অধীনে যারা মেয়রের দায়িত্ব পালন করেছেন তাদের তো আপনারা দেখেছেন। তারা এই শহরকে বিশ্বের সবচেয়ে বসবাসের অযোগ্য শহর বানিয়েছে। বায়ুদূষণ শহরের মধ্যে ঢাকা শহর এক নম্বরে রয়েছে। নারী ও শিশুদের জন্য সবচেয়ে অনিরাপদ শহরের মধ্যে এই শহর এক নম্বরে এসেছে। এর থেকে উত্তরণের জন্য আপনি আমাদেরকে ভোট দেবেন, একমাত্র আমরাই পারি এই শহরের পরিবর্তন আনতে।

এ সম্পর্কিত আরও খবর